অস্ট্রেলিয়াকে বড় ব্যবধানে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের গ্রুপ-ওয়ান থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছে ভারত। এখন অপেক্ষায় তিন দল।
শেষ আটের লড়াইয়ে সেন্ট ভিনসেন্টের কিংসটাউনে আফগানিস্তানের মুখোমুখি বাংলাদেশ। এ ম্যাচের ওপর নির্ভর করছে ৩ দলের ভাগ্য।
সেমিতে খেলতে সবচেয়ে কঠিন সমীকরণ মেলাতে আফগানদের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ।
Afghanistan, Bangladesh, Australia, here's what you need to take the last #T20WorldCup semi-final spot pic.twitter.com/osWFy6ZLGb — ESPNcricinfo (@ESPNcricinfo) June 24, 2024
সুপার এইটের শেষ ম্যাচে দুটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ দল। একাদশে ফিরেছেন তাসকিন আহমেদ ও সৌম্য সরকার। বাদ পড়েছেন জাকের আলী অনিক ও মেহেদী হাসান।
এ দিকে অস্ট্রেলিয়াকে হারানোর একাদশ নিয়ে মাঠে নেমেছে আফগানরা।
দুই দলের একাদশ
বাংলাদেশ : তানজিদ হাসান তামিম, লিটন দাস (উইকেটকিপার), নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব ও মোস্তাফিজুর রহমান।
আফগানিস্তান : রহমানউল্লাহ গুরবাজ (উইকেটকিপার), ইব্রাহিম জাদরান, গুলবদিন নাইব, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, করিম জানাত, রশিদ খান (অধিনায়ক), নানগায়াল খারোতি, নুর আহমেদ, নাভিন-উল-হক ও ফজলহক ফারুকি।
মন্তব্য করুন