বাংলাদেশ ক্রিকেট দল সর্বশেষ ভারত সফরে গিয়েছিল ২০১৯ সালে। দিপাক্ষিক সেই সিরিজে টাইগাররা মেন ইন ব্লুদের বিপক্ষে খেলেছিল দুই টেস্ট ও তিন টি-টোয়েন্টির সিরিজ। সেই সফরের পর পার হয়েছে ৫ বছর। আবারও বাংলাদেশ দল যাচ্ছে ভারত সফরে। এবারও একই টেস্ট ও টি-টোয়েন্টি খেলতে।
শান্তদের বিপক্ষে দ্বিপক্ষীয় এই সিরিজ দিয়েই ঘরের মাঠে ২০২৪-২৫ আন্তর্জাতিক মৌসুম শুরু করবে রোহিত-কোহলিরা। এতদিন সিরিজের সময় জানা না থাকলেও আজ (২০ জুন) ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়ে দিয়েছে সফরের তারিখ। আগামী সেপ্টেম্বর-অক্টোবরে দুটি টেস্ট ও ৩টি টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল।
সিরিজের দুটি টেস্ট আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। আগামী ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়ামে প্রথম টেস্টটি হবে আর দ্বিতীয় টেস্টের ভেন্যু কানপুর যা শুরু হবে ২৭ সেপ্টেম্বর।
NEWS BCCI announces fixtures for #TeamIndia (Senior Men) international home season 2024-25. All the details @IDFCFIRSTBank — BCCI (@BCCI) June 20, 2024
টেস্ট শেষে দুই দল মুখোমুখি হবে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে। সফরের ৩টি টি-টোয়েন্টি ম্যাচ হবে অক্টোবরে ৬.৯ ও ১২ তারিখ। এই তিন ম্যাচের ভেন্যু ধর্মশালা, দিল্লি ও হায়দরাবাদ।
বাংলাদেশ সিরিজের পরই রোহিতরা মুখোমুখি হবে নিউজিল্যান্ড দলের। কিউইদের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত। যা খেলা হবে ব্যাঙ্গালুরু, পেনু ও মুম্বাইয়ে।
জানুয়ারি মাসে ভারত সফর করবে ইংল্যান্ড দল। ৫টি টি-টোয়েন্টি ও ৩টি ওয়ানডে সিরিজ খেলবে দুই দল। টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো হবে ২২, ২৫, ২৮, ৩১ জানুয়ারি ও ২ ফেব্রুয়ারি। ভেন্যু চেন্নাই, কলকাতা, রাজকোট, পুনে ও মুম্বাই।
এরপর ৬, ৯ এবং ১২ ফেব্রুয়ারি ওয়ানডে সিরিজের ম্যাচগুলো হবে নাগপুর, কটক ও আহমেদাবাদে।
বাংলাদেশের ভারত সফরের সময়সূচি
ম্যাচ
তারিখ ভেন্যু ১ম টেস্ট ১৯-২৩ সেপ্টেম্বর চেন্নাই ২য় টেস্ট ২৭ সেপ্টেম্বর-১ অক্টোবর কানপুর ১ম টি-টোয়েন্টি ৬ অক্টোবর ধর্মশালা ২য় টি-টোয়েন্টি ৯ অক্টোবর দিল্লি ৩য় টি-টোয়েন্টি ১২ অক্টোবর হায়দরাবাদ
মন্তব্য করুন