ভারতের সাবেক টেস্ট ক্রিকেটার ডেভিড জনসনের মৃত্যু ঘিরে সৃষ্টি হয়েছে ব্যাপক রহস্য। ভারতীয় গণমাধ্যমের দাবি পাঁচ তলার বারান্দা থেকে পড়ে গেছেন না কি আত্মহত্যা করেছেন তিনি, তা এখনো নিশ্চিত নয় পুলিশ।
এর আগে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। রাজ্য দল কর্নাটকের হয়ে ঘরোয়া ক্রিকেট খেলতেন তিনি। বৃহস্পতিবার দুপুরে তার মৃত্যুর খবর জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন ভারতের সাবেক ক্রিকেটার অনিল কুম্বলে।
ভারতের সাবেক এই কোচ নিজেও এক সময় কর্নাটকের হয়ে খেলতেন। জাতীয় দলেও সতীর্থ ছিলেন দুজন। কুম্বলে লিখেন, ‘আমার সতীর্থ ডেভিড জনসনের মৃত্যুতে শোকাহত। ওর পরিবারকে সমবেদনা জানাই। খুব তাড়াতাড়ি চলে গেলে বেনি (জনসনের ডাক নাম)।
David Johnson, once clocked 157.8 km/h during the Test match against Australia, passed away in Bengaluru at age of 52. He played two tests for India in 1996. pic.twitter.com/76yXOBwoLh — Cricketopia (@CricketopiaCom) June 20, 2024
ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, একটি সূত্রের খবর জনসন দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। অনেকের মতে তিনি আত্মহত্যা করতে পারেন। যদিও বারান্দা থেকে পড়ে গিয়ে তার মৃত্যু হয় বলে দাবি আরও একটি সূত্রের।
ভারতীয় গণমাধ্যমের দাবি তার সাবেক সতীর্থরা জানিয়েছেন, সে আর্থিকভাবে খুব একটা সচ্ছল ছিলেন না। নিয়মিতই বন্ধুদের কাছে সাহায্য চাইতেন। সবকিছু মিলিয়েই জনসন ভেঙে পড়েছিলেন। এ কারণে আত্মহত্যা করে থাকতে পারেন তিনি। তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ। ঘটনাস্থলে থেকে সংগ্রহ করা হয়েছে আলামত।
তার মৃত্যুতে শোক জানিয়েছেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সচিব জয় শাহ। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) জয় শাহ লিখেন, ‘আমাদের সাবেক ফাস্ট বোলার ডেভিড জনসনের পরিবার ও বন্ধুদের প্রতি গভীর সমবেদনা। খেলায় তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।’
১৯৭১ সালে জন্ম তার। ১৯৯৬ সালে ভারতের জার্সিতে দুটি টেস্ট খেলেছিলেন তিনি। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট অভিষেক হয় তার। সেই টেস্টে ১৫৭.৮ কিলোমিটার গতিতে বল করেছিলেন তিনি। দুই ম্যাচে তার শিকার তিন উইকেট।
এরপর দেশের জার্সিতে আর খেলা না হলেও কর্নাটকের হয়ে ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলতেন তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটে ৩৯ ম্যাচে তার শিকার ১২৫ উইকেট। ৮ ইনিংসে নিয়েছেন পাঁচ বা তার চেয়ে বেশি উইকেট। ৩৩ লিস্ট-এ’র ম্যাচে ৪১ উইকেট জনসনের। ক্রিকেট ছাড়ার পর কোচিংয়ের সঙ্গে যুক্ত ছিলেন তিনি।
মন্তব্য করুন