চলমান বিশ্বকাপে বাংলাদেশকে নিয়ে তার সবচেয়ে অন্ধ ভক্তও মনে হয় আশা করে নি। তবে অফফর্মের শীর্ষে থেকে বিশ্বকাপে পা রাখা টাইগাররা বিশ্বকাপে এসে নিজেদের জাত চেনান। প্রথম ম্যাচে এসেই শ্রীলঙ্কাকে হারায় বাংলাদেশ। ভাগ্য সহায় হলে হারাতে পারত প্রোটিয়াদেরও। তবে প্রোটিয়াদের সাথে না পারলেও সুপার এইটে ওঠার লড়াইয়ের আরেক প্রতিপক্ষ নেদারল্যান্ডসের বিপক্ষে জয়ী হয়েছে টাইগাররা আর এই জয়ে সুপার এইট একপ্রকার নিশ্চিত হয়ে গেছে নাজমুল হোসন শান্তর দলের।
বৃহস্পতিবার (১৩ জুন) সেন্ট ভিনসেন্টে গ্রুপ ডির গুরুত্বপূর্ণ ম্যাচে নেদারল্যান্ডসকে ২৫ রানে হারিয়ে সুপার এইটে এক পা দিয়ে রেখেছে বাংলাদেশ। বাংলাদেশের দেয়া ১৬০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেতে ১৩৪ রান পর্যন্ত যেতে পারে ডাচরা। আর এ থেকে ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে সুপার এইটে এক পা দিয়ে রাখলো টাইগাররা।
ম্যাচ শেষে ব্রডকাস্টার চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে শান্ত বলেন দলের সবাই নাকি নিজেদের প্রমাণ করছে। আর তিনি এই ম্যাচের গুরুত্ব সম্পর্কেও বলেন।
বাংলাদেশের ম্যাচ জয় সাকিবের অনবদ্য ৬৪ রানের সৌজন্যে। ২০ মাস পর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সাকিবের ফিফটি এবং ম্যাচ জেতার পর বিশ্বসেরা অলরাউন্ডারকে নিয়ে তিনি বলেন, 'শেষ কয়েকটা ইনিংসে তিনি রানের জন্য লড়াই করেছিলেন, কিন্তু আজ তিনি তার দক্ষতা দেখিয়েছেন।'
ম্যাচ জয়ে ব্যাটার এবং বোলার উভয় দলের প্রশংসা করে শান্ত বলেন, 'ব্যাটারদের জন্য খুব কঠিন ছিল কিন্তু তারা দুর্দান্ত খেলেছে।'
বোলারদের নিয়ে শান্ত আলাদা করে বলেন, 'আমরা সবাই জানি মোস্তাফিজুর কতটা দক্ষ। এছাড়া চাপের মুখেও ভালো বোলিং করেছে রিশাদ। আমার মনে হয় সব বোলারই ভালো করেছে।’
মন্তব্য করুন