বাংলাদেশ-নেদারল্যান্ডসের লক্ষ্য অভিন্ন, জয়। টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে খেলতে এ ম্যাচে জয় ছাড়া বিকল্প নেই দুদলের। এমন মহাগুরুত্বপূর্ণ ম্যাচে বাগড়া দিয়েছে বৃষ্টি।
যদিও আবহাওয়ার পূবার্ভাসে বলা ছিল এ ম্যাচের সময় বৃষ্টির সম্ভাবনা নেই। বেরসিক বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে হচ্ছে না ম্যাচের টস।
অবশেষে থেমে বৃষ্টি। বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় হওয়া টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছে ডাচরা। আর এর ১৫ মিনিট পর অর্থ্যাৎ রাত ৮: ৪৫ মিনিটে শুরু হবে ম্যাচ। অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামছে টাইগাররা।
বৃষ্টিতে এ ম্যাচ পরিত্যক্ত হলে লাভবান হবে শ্রীলঙ্কা। বেড়ে যাবে লঙ্কানদের সুপার এইটে খেলার সম্ভাবনা। আর এ ম্যাচের যে কোনো ফলাফল বেজে যাবে তাদের বিদায়ের ঘণ্টা।
টি-টোয়েন্টি এবং ওয়ানডে মিলিয়ে নেদারল্যান্ডসের কাছে তিনটি হেরেছে বাংলাদেশ। আর জয় রয়েছে চারটিতে। সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপে ভারতের ইডেন গার্ডেন্সে ডাচদের কাছে হেরে গিয়েছিল টাইগাররা।
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে শুরুটা ভালো করে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারায় টাইগাররা। পরের ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জিততে জিততে হেরে যায় নাজমুল হোসেন শান্তর দল।
এবার ডাচদের হারালে সুপার এইটের দৌড়ে অনেকখানিক এগিয়ে যাবে চন্ডিকা হাথুরেসিংহের শিষ্যরা। নেদারল্যান্ডসের জন্যও একই সমীকরণ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হার দিয়ে শুরু করলেও দ্বিতীয় ম্যাচে নেপালকে হারায় ডাচরা।
মন্তব্য করুন