টি-টোয়েন্টি বিশ্বকাপের দুদিন আগে শেষ হয়েছে ভারত-পাকিস্তান ম্যাচ। কিন্তু এখনো রয়ে গেছে তার রেশ। বাজে পারফরমেন্সের জন্য মুণ্ডুপাত হচ্ছে পাকিস্তানের ক্রিকেটারদের।
জয়ের পরও ব্যাটিং ব্যর্থতার জন্য রোহিত-কোহলিদের সইতে হচ্ছে সমালোচনা। মাঠের টানটান লড়াইয়ের প্রভাব পড়েছে বাইরেও। ভারত-পাকিস্তান ম্যাচের আগে ঝরেছে রক্ত।
ঘটনাটা পাকিস্তানের করাচির একটি শপিংমলের। ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে ভ্লগিং করতে গিয়ে গুলিতে নিহত হয়েছেন পাকিস্তানের এক ইউটিউবার। দেশটির গণমাধ্যম জানিয়েছে, ওই ইউটিউবারের নাম সাদ আহমেদ।
রোববার (৯ জুন) ভারত-পাকিস্তান ম্যাচের আগে করাচির একটি শপিংমলে গিয়েছিলেন তিনি। সেখানে উত্তেজনায় ভরপুর ম্যাচ সম্পর্কে অনেককে বিভিন্ন ধরনের প্রশ্ন করছিলেন সাদ আহমেদ। কোন ক্রিকেটার ভালো খেলবেন? ম্যাচটি জিতবে কারা, এসব প্রশ্ন করে রেকর্ড করছিলেন তিনি। তখনই ঘটনাটি ঘটে।
পাকিস্তানের গণমাধ্যম জানিয়েছে, সাদ ওই নিরাপত্তা কর্মীর সঙ্গে কথা বলার চেষ্টা করছিলেন। বেশ কয়েকটি প্রশ্ন করলেও ওই নিরাপত্তা কর্মী কোনো জবাব দেননি। এক সময় বিরক্ত হয়ে ওই নিরাপত্তাকর্মী সাদকে লক্ষ্য করে গুলি ছুড়েন। সঙ্গে সঙ্গে মৃত্যু হয় সাদের।
এ দিকে সাদের এক বন্ধু জানিয়েছেন, পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন সে। শপিংমলে ভ্লগ করতে যাওয়ার আগে তার সঙ্গে ফোনে কথা হিয়েছিল সাদের।
ঘটনার পর একটি ইনস্টাগ্রামের ভিডিওতে সেই নিরাপত্তারক্ষীকে বক্তব্য দিতে দেখা গেছে। সেখানে তিনি বলেছেন, ‘ছেলেটা বারবার বিরক্ত করছিল। মাথা গরম হয়ে গিয়েছিল। তাই গুলি চালিয়ে দিয়েছিলাম। তাতে কী হয়েছে। যা মনে হয়েছিল করেছি।’
ঘটনার সঙ্গে সঙ্গে সেই নিরাপত্তারক্ষীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গুলি চালানোর অন্য কোনো কারণ আছে কি না, তা খতিয়ে দেখছে তারা।
মন্তব্য করুন