ভারত-পাকিস্তানের লড়াই মাঠে উত্তেজনা আর রোমাঞ্চ। যা শুধু দুই দলের সমর্থক নয় ক্রিকেটারদের মাঝে দেখা দেয়। একই সঙ্গে থাকে মানসিক চাপ। সেই চাপে এক বর্হিপ্রকাশ দেখা যায় এ ম্যাচের টসের সময়। যা নিয়ে হাস্যরসের সৃষ্টি হয়।
রোববার (৯ জুন) আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে মুখোমুখি হয় ভারত-পাকিস্তান। মহারণে টসের আগে শুরু হয় বৃষ্টি। এ জন্য নির্ধারিত সময়ের ৩০ মিনিট পর হয় এই ম্যাচের টস।
এ ছাড়া বৃষ্টির কারণে বন্ধ হলে ব্যাহত হয় দুই দলের মহাযুদ্ধ। তবে টসের সময় মজার এক ঘটনার সাক্ষী থাকল পুরো ক্রিকেট বিশ্ব। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে সেই ভিডিও।
টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। কিন্তু এই টসের আগে ভারতের অধিনায়ক রোহিত শর্মার এক কাণ্ডে হাস্যরস সৃষ্টি হয় সেখানে।
ভারতের সাবেক ক্রিকেটার রবি শাস্ত্রীর উপস্থাপনায় দুই দলের অধিনায়ক রোহিত-বাবর ছাড়াও নিয়মানুযায়ী উপস্থিত ছিলেন ভারত-পাকিস্তান মহারণের ম্যাচ রেফারি ডেভিড বুন। টসের জন্য ম্যাচ রেফারির কাছে কয়েন চান রোহিত।
#BabarAzam has won the toss & it's a no-brainer decision to bowl first! Good toss to win on this pitch as both teams look to refurbish the #GreatestRivalry! The match will begin at 8:50 PM IST because of a slight rain delay! (No overs lost)#INDvPAK | LIVE NOW | pic.twitter.com/LzC0faqwkh — Star Sports (@StarSportsIndia) June 9, 2024
কিন্তু যা কয়েক আগে থেকে ভারতীয় অধিনায়কের কাছে ছিল। তিনি তার ট্রেউজারের পকেটে রেখে ভুলে যান। ম্যাচ রেফারি ডেভিড বুন তাকে মনে করিয়ে দিলে, অনেক খুঁজে নিজের ট্রেউজারের পকেট থেকে বের করেন টসের কয়েন। যা থেকে হাসি আটকে রাখতে পারেননি পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। তখন সেখানে উপস্থিত সকলে হেসে ওঠেন।
মন্তব্য করুন