স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৯ জুন ২০২৪, ১১:৪৩ এএম
আপডেট : ০৯ জুন ২০২৪, ১২:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

উগান্ডাকে সর্বনিম্ন স্কোরের লজ্জা উপহার দিল উইন্ডিজ  

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। ছবি : সংগৃহীত
ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। ছবি : সংগৃহীত

মাত্র কয়েকদিন আগেই বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ জিতে ইতিহাস সৃষ্টি করেছিল আফ্রিকার দেশ উগান্ডা। এক ম্যাচ পরে আবারও ইতিহাস সৃষ্টি করেছে উগান্ডা তবে এই ইতিহাস যত দ্রত সম্ভব ভুলে যেতে চাইবে ক্রিকেটে নবাগত দেশটি। চলতি বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের কাছে ১৩৪ রানে হেরেছে উগান্ডা। সেই সঙ্গে করেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সর্বনিম্ন স্কোরের অনাকাঙ্ক্ষিত রেকর্ড।

রোববার (৯ জুন) ভোরে গায়ানায় প্রোভিডেন্স স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে কোন ব্যাটারের অর্ধশতক ছাড়াই ১৭৩ রানের পুঁজি পায় ক্যারিবীয়রা। সেই রানতাড়ায় আকিল হোসেনের ঘূর্ণিতে সর্বনিম্ন রান করার লজ্জার রেকর্ড গড়ে উগান্ডা। এতে এতদিন একাই শীর্ষে থাকা নেদারল্যান্ডসের মুক্তি মিলল। শ্রীলঙ্কার বিপক্ষে ২০১৪ আসরে চট্টগ্রামে ডাচরা মাত্র ৩৯ রানে গুটিয়ে গিয়েছিল।

ওয়েস্ট ইন্ডিজের বোলার আকিল হোসেন ম্যাচে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন, চার ওভারে মাত্র ১১ রান দিয়ে পাঁচটি উইকেট নিয়েছেন তিনি। যার ফলে স্বাগতিক দল সহজেই জয়লাভ করে। এত বড় পরাজয়ের পরেও উগান্ডা তাদের বোলিংয়ে অবশ্য কিছুটা প্রতিভা প্রদর্শন করেছিল।

প্রথমে ব্যাট করে, ওয়েস্ট ইন্ডিজ ১৭৩ রান করতে পাঁচ উইকেট হারায়। ওপেনার জনসন চার্লস সর্বোচ্চ ৪৪ রান করেন, যার মধ্যে চারটি চার ও দুটি ছক্কা ছিল। তবে ওয়েস্ট ইন্ডিজের বিখ্যাত পাওয়ার-হিটিং মিডল-অর্ডার উগান্ডার নিয়মিত বোলিংয়ের সামনে ছন্দ খুঁজে পায়নি।

উগান্ডার অধিনায়ক ব্রায়ান মাসাবা তার রিস্ট-স্পিন দিয়ে গুরুত্বপূর্ণ উইকেটগুলো নিয়েছিলেন, যার মধ্যে নিকোলাস পুরান ও ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক রোভম্যান পাওয়েলের উইকেট। পেসার কসমাস কেওয়ুটা এবং জুমা মিয়াগি তাদের গতি ও নির্ভুলতা দিয়ে মুগ্ধ করেছিলেন, চাপ প্রয়োগ করে এবং রান প্রবাহকে কার্যকরভাবে নিয়ন্ত্রণ করেছিলেন।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে শেষের দিকে আতশবাজি প্রদর্শন করেন আন্দ্রে রাসেল, মাত্র ১৭ বলে ৩০ রান করে অপরাজিত থাকেন, যার মধ্যে ছয়টি বাউন্ডারি ছিল। তার দ্রুত রান নিশ্চিত করে দলকে একটি শক্তিশালী স্কোরে পৌঁছে দেয়।

মাঝখানে, চার্লস ও পুরান ক্রিজে থাকায় ওয়েস্ট ইন্ডিজ বিশাল স্কোরের দিকে এগিয়ে যাচ্ছিল। তবে দুই গতির পিচ এবং উগান্ডার নিয়মিত বোলিং তাদের অগ্রগতিকে সীমিত করে রাখে, যদিও শেষ স্কোরটি চ্যালেঞ্জিং হয়।

সেই রান তাড়ায় একেবারে প্রথম থেকেই হতাশ করে উগান্ডা। আগের ম্যাচে প্রথম জয় পাওয়া দলটির আজ একজন ছাড়া কেউই যেতে পারেননি দুই অঙ্কের ঘরে। উগান্ডাকে একাই হারিয়েছেন স্পিনার আকিল হোসেন। এই বাঁ–হাতি স্পিনার টি-টোয়েন্টি ক্যারিয়ারে নিজের প্রথম ৫ উইকেট তুলে নিয়েছেন । ৪ ওভারে মাত্র ১১ রান দিয়ে ৫ উইকেট নেন আকিল।

ইতোমধ্যে দুই জয়ে উইন্ডিজরা সুপার এইটের পথে এগিয়ে গেছে। তাদের গ্রুপে সমান জয় পাওয়া আরেক দল আফগানিস্তান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহ গ্রেপ্তার

‘গণহত্যায় উসকানিদাতা কবি, সাহিত্যিক, সাংবাদিকদেরও বিচারের আওতায় আনা হবে’

জাবিতে গণধোলাইয়ের শিকার সাবেক ছাত্রলীগ নেতার মৃত্যু ঘিরে রহস্য

বৈদেশিক ঋণ আবার ছাড়িয়েছে ১০০ বিলিয়ন ডলার

জাতিসংঘ শান্তিরক্ষা পদক পেলেন নৌবাহিনীর ২শ’ সদস্য

সিলেট জেলা ও মহানগর যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

জাহাঙ্গীরনগরে সাবেক ছাত্রলীগ নেতাকে গণপিটুনি, হাসপাতালে মৃত্যু

ডিপিডিসি কর্মকর্তা-কর্মচারী সমবায় সমিতির নতুন কমিটি

সংবিধান সংস্কার কমিশনের প্রধান হয়ে আলী রীয়াজের ফেসবুক স্ট্যাটাস

আলজাজিরার অনুসন্ধান / যুক্তরাজ্যে ৩৬০টি বাড়ি কিনেছেন সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী

১০

রূপপুর পারমাণবিকের প্রথম ইউনিটে ডামি ফুয়েল লোডিং শুরু

১১

মহেশখালী থেকে অস্ত্রসহ একজনকে আটক করেছে নৌবাহিনী

১২

নকল সোনার মূর্তি দিয়ে প্রতারণা, গ্রেপ্তার ২

১৩

কুমিল্লায় ট্রাকচাপায় প্রবাসী যুবক নিহত

১৪

ভুল সংশোধনী ও দুঃখ প্রকাশ

১৫

ব্রাহ্মণবাড়িয়া শহরে যানজট নিরসনে পুলিশের অভিযান

১৬

মৃত্যুর সঙ্গে লড়ে হেরে গেলেন গৃহবধূ শারমিন

১৭

সন্তানকে পানিতে চুবিয়ে হত্যার অভিযোগ, সৎ মা আটক

১৮

বাকৃবিতে জৈব বর্জ্যের বিকল্প শিল্পায়ন বিষয়ে আলোচনা সভা

১৯

তিন বিভাগে বৃষ্টির আভাস

২০
X