ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) শুরুতে দুর্দান্ত ছিল চেন্নাই সুপার কিংসের পারফরম্যান্স। উইকেট শিকারের পাশাপাশি কিপ্টে বোলিংয়ে চেন্নাইয়ের ম্যাচ জয়ে বড় ভূমিকা রাখছিলেন মোস্তাফিজুর রহমান।
৯ ম্যাচে ১৪ উইকেট নিয়ে ছিলেন সর্বোচ্চ উইকেট শিকারের তালিকার উপরের দিকে। সেই পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখেন বিশ্বকাপে। টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে টাইগার বোলারদের মধ্যে তিনিও ছিলেন উজ্জ্বল।
শনিবার (৮ জুন) কাটার মাস্টার লঙ্কানদের বিপক্ষে ৪ ওভারে ১৭ রান দিয়ে শিকার করেছেন ৩ উইকেট। মোস্তাফিজের এমন পারফরম্যান্সে মজেছে চেন্নাই।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আইপিএলের সর্বোচ্চ শিরোপাজয়ীরা বোলিং অ্যাকশনে মোস্তাফিজের একটি ছবি পোস্ট করে ক্যাপশন লিখেছে, ‘আমাদের চোখের শান্তি।’
টস হেরে ব্যাট করতে নামা লঙ্কানদের তিন টপঅর্ডার ব্যাটারের মধ্যে দুজনকে সাজঘরে ফেরান মোস্তাফিজ। কুশল মেন্ডিসকে তাসকিন আহমেদ ফেরানোর পর কামিন্দু মেন্ডিস ও পাথুম নিসাঙ্কার উইকেট শিকার করেন তিনি। পরে শেষদিকে মহেশ থিকশানাকেও তিনি ফেরান সাজঘরে। এতে শ্রীলঙ্কা অলআউট হয় মাত্র ১২৪ রানে।
জবাবে এক ওভার হাতে থাকতে ২ উইকেটে জয় তুলে নেয় বাংলাদেশ।
মন্তব্য করুন