টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের প্রায় এক সপ্তাহ নিজেদের মিশন শুরু করল নিউজিল্যান্ড। যেখানে তাদের প্রতিপক্ষ আফগানিস্তান। টস জিতে আফগানদের ব্যাটিংয়ে পাঠিয়েছেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন।
শনিবার (৮ জুন) বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় মাঠে গড়াবে ম্যাচটি। গায়ানার প্রভিডেন্স স্টেডিয়াম থেকে খেলাটি সরাসরি দেখা যাবে স্টার স্পোর্টস ২ ও টফিতে।
চলুন এক নজরে দেখে নেওয়া যাক দুই দলের একাদশে কারা আছেন-
নিউজিল্যান্ড একাদশ
কেন উইলিয়ামসন (অধিনায়ক), ড্যারিল মিচেল, ফিন অ্যালেন, ডেভন কনওয়ে, গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, মাইকেল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার,লকি ফার্গুসন, ম্যাট হেনরি ও ট্রেন্ট বোল্ট।
আফগানিস্তান একাদশ
রশিদ খান (অধিনায়ক), ইব্রাহিম জাদরান, রহমানউল্লাহ গুরবাজ, আজমতউল্লাহ ওমরজাই, গুলবদিন নাইব, নাজিবউল্লাহ জাদরান, মোহাম্মদ নবি, করিম জানাত, নুর আহমেদ, ফজলহক ফারুকি ও নাভিন উল হক।
মন্তব্য করুন