টি-টোয়েন্টি বিশ্বকাপের নিজেদের প্রথম ম্যাচে পাপুয়া নিউগিনিকে ৫ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এর আগে টসে জিতে বোলিংয়ে নেমে পাপুয়া নিউগিনিকে ১৩৬ রানে বেধে ফেলেন পাওয়েলরা।
রোববার (২ জুন) টসে জিতে পাপুয়া নিউ গিনিকে ব্যাটের আমন্ত্রণ জানান উইন্ডিজ অধিনায়ক রোভম্যান পাওয়েল। আগে ব্যাট করতে নেমে দলীয় ৫ রানের মাথায় প্রথম উইকেট হারায় নিউগিনি। ২ বলে ৫ রান করে উইকেটরক্ষকের হাতে ক্যাচ ডীয়ে ফেরেন ওপেনার টনি উরা। দলীয় স্কোরকার্ডে ২ রান যোগ না করতেই আকিল হোসেইনের বলে আউট হয়ে যান লেগা সিয়াকা।
পাওয়ার প্লের শেষ ওভারে দুই চারে টি-টোয়েন্টি মেজাজের আভাস দিলেও শেষ বলে আউট হয়ে উল্টো বিপদ বাড়ান অধিনায়ক ভালা। পাওয়ার প্লে শেষে ৩ উইকেট হারিয়ে দলটির রান দাঁড়ায় ৩৪।
একদিকে উইকেট আগলে রেখে অর্ধশতক তোলেন সিসি বাউ। ৪২ বলে ফিফটিতে পৌঁছান সিসি। ফিফটি করার পরের বলেই তার উইকেট তুলে নেন জোসেফ।
কিপলিন ডোরিগা ও চাঁদ সোপারের ব্যাটে চড়ে শেষ দিকে আরও কিছু রান সংগ্রহ করে নিউগিনি। ৯ বলে ১০ রান করে আন্দ্রে রাসেলের বলে বোল্ড হন চাঁদ। ডোরিগার ব্যাট থেকে আসে ১৭ বলে অপরাজিত ২৫ রান। ওয়েস্ট ইন্ডিজের হয়ে দু’টি করে উইকেট নিয়েছেন আন্দ্রে রাসেল ও আলজারি জোসেফ।
পরে ব্যাটে নেমে জন্য ১৩৭ রান তাড়ায় দ্বিতীয় ওভারেই উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। আলে নাউয়ের দারুণ এক ডেলিভারিতে ফেরেন ওপেনার জনসন চার্লস। তিনে নেমে ধুঁকছিলেন নিকোলাস পুরান। তবে অন্যপ্রান্তে প্রতি ওভারেই চার মেরে যাচ্ছিলেন ব্রেন্ডন কিং।
পরে জন কারিকোর ঝুঁলিয়ে দেওয়া ডেলিভারিতে ডাউন দ্য উইকেটে মারতে গিয়ে লং অনে থাকা টনির হাতে ক্যাচ দেন ২৭ রান করা পুরান। পরের ওভারে ফেরেন ব্রেন্ডন কিংও।
ভালো শুরু করলেও ইনিংস বড় করতে পারেননি রভম্যান পাওয়েল। লেন্থ ডেলিভারিতে উইকেটকিপার দরিগা গ্লাভসবন্দি করে আবেদন করতেই আউট দেন আম্পায়ার।
টিকতে পারেননি শেরফান রাদারফোর্ডও। তবে শেষ দিকে ব্যাট হাতে তাণ্ডব চালিয়েছেন চেজ। খেলেছেন ২৭ বলে অপরাজিত ৪২ রানের ইনিংস। তাকে সঙ্গ দিয়ে রাসেল অপরাজিত ছিলেন ১৫ রানে।
মন্তব্য করুন