রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৯ মে ২০২৪, ০৩:৪৭ পিএম
আপডেট : ২৯ মে ২০২৪, ০৪:১৬ পিএম
অনলাইন সংস্করণ

টাইগারদের বিশ্বকাপ দলে বাঁহাতি স্পিনার মিরাজ!

বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড। ছবি : সংগৃহীত
বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড। ছবি : সংগৃহীত

শিরোনাম দেখলেই চমকে ওঠার কথা!

যারা টাইগার ক্রিকেটের টুকটাক খবর রাখেন, তারা জানবেন বাংলাদেশ দলে মিরাজ একজনই। তিনি ডানহাতি স্পিনার মেহেদী হাসান মিরাজ। ব্যাটিংয়েও সমান দক্ষতা রয়েছে তার।

বাঁহাতি স্পিনার এই মিরাজ তাহলে আবার কে? তা জানতে একটু অপেক্ষায় থাকতে হচ্ছে। মূল পেক্ষাপট হচ্ছে, আগামী ১ জুন (বাংলাদেশ সময় ২ জুন) যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে শুরু হবে টি-টোয়েন্টি নবম আসর।

এ জন্য প্রতিটি দলের প্রোফাইল নিয়ে সিরিজ প্রতিবেদন করছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা। গত রোববার (২৬ মে) বাংলাদেশ দলকে নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে তারা। সেখানে বাংলাদেশ পরিসংখ্যান, সম্ভাবনার কথা উঠে এসেছে।

একই সঙ্গে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ৩ ক্রিকেটারের উপর নজর রাখতে বলা হয়েছে কেভিন হ্যান্ডের লেখা প্রতিবেদনটিতে। সেই তালিকাটিও অবাক করার মতো। সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়ের সঙ্গে সেখানে তৃতীয় ক্রিকেটার হিসেবে রাখা হয়েছে মেহেদী হাসান মিরাজকে।

যদিও বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াডে জায়গা হয়নি ডানহাতি এই অলরাউন্ডারের। এমন কী দলের সঙ্গে থাকা দুজন ট্রাভেলিং প্লেয়ারের তালিকাতেও নেই মিরাজের নাম। শুধু তাই নয় মিরাজের ব্যাখ্যায় বলা হয়েছে, বাঁহাতি স্পিনের সঙ্গে ব্যাটিংয়েও সমান দক্ষ তিনি।

প্রতিবেদনটিতে মিরাজের বিষয়ে বলা হয়, ‘২০১৬ সালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের একজন তারকা। মেহেদী, তার বাঁহাতি স্পিন এবং ব্যাটিং দক্ষতা দিয়ে দ্রুত জাতীয় দলে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। এ ছাড়া ঘরোয়া এবং ক্যারিবিয়ান টি-টোয়েন্টি লিগে খেলার অভিজ্ঞতা বিশ্বকাপে কাজে লাগাতে চাইবেন।’

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলে মিরাজের থাকা এবং তাকে বাঁহাতি স্পিনার হিসেবে উল্লেখ্য করা, আল জাজিরার প্রতিবেদকের ভুল হলেও এখন পর্যন্ত এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

যদিও দল ঘোষণা আগে বিশ্বকাপ স্কোয়াডে তার থাকার বিষয়ে গুঞ্জন ওঠেছিল। বিসিবির এক নির্ভরযোগ্য সূত্র থেকে জানা গিয়ে ছিল, যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজের জন্য ১৭-১৮ জনের দলে থাকতে পারেন ডানহাতি এই অলরাউন্ডার। গত বছর জুলাইতে সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজ খেলেছেন মিরাজ, প্রতিপক্ষ ছিল আফগানিস্তান।

বিশেষ করে টপ অর্ডারে একমাত্র ডানহাতি ব্যাটার লিটন কুমার দাসের ফর্মহীনতার কারণে বিবেচনায় এসেছেন তিনি। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আসরেও একই ভূমিকায় ছিলেন মিরাজ। এমনকি ওয়ানডে বিশ্বকাপেও ওপেনিংয়ে নামতে হয় তাকে। কিন্তু তাকে ছাড়া টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করে বিসিবি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণহত্যায় জড়িতদের বিচার দাবি সমমনা জোটের

সিলেট কারাগারেই চিকিৎসা চলছে সাবেক পরিকল্পনামন্ত্রী মান্নানের

৬ কমিশনের রিপোর্টের ভিত্তিতে নির্বাচনের সময়সীমা নির্ধারণ : মাহফুজ

রায় দিয়ে ‘বাবার ট্রাস্টে’ টাকা নেন বিচারপতি

‘সাংবাদিকরা সমাজে মেডিয়েটরের ভূমিকা পালন করে থাকেন’

দুর্গাপূজায় সনাতনীদের সর্বোচ্চ সহযোগিতা করবে বিএনপি : মাহবুবের শামীম

নাসা স্পেস অ্যাপস প্রতিযোগিতায় ঢাকা বিভাগে চ্যাম্পিয়ন জবি

ষড়যন্ত্র বানচালে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে : প্রিন্স

কার হাতে কত সোনার মজুত?

পিএসসির চাকরির পরীক্ষা নিয়ে সমন্বয়ক সারজিসের স্ট্যাটাস

১০

যে কোনো সময় ইরানে হামলা চালাবে ইসরায়েল

১১

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ঢাকার শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত

১২

লন্ডন থেকে দেশে ফিরছেন টুকু

১৩

কলেজ অধ্যক্ষকে বাঁচাতে ৪০ লাখ টাকা মুক্তিপণ দাবি

১৪

প্রতিটি শহীদ পরিবারকে পাঁচ কোটি টাকা দেওয়া উচিত : মেজর হাফিজ

১৫

সংসদের মেয়াদ ৪ বছর চায় গণঅধিকার পরিষদ

১৬

আন্দোলনে হামলাকারী হেলমেট বাহিনীর অন্যতম সদস্য মনিরুল গ্রেপ্তার

১৭

বিএনপি সম্প্রীতির রাজনীতি করে : আমিনুল হক

১৮

আ.লীগ শাসনামলেই হিন্দু সম্প্রদায় বেশি অত্যাচারিত হয়েছে : অ্যাডভোকেট সালাম

১৯

চীনের ক্যান্টন ফেয়ারে ৪র্থ বার অংশ নিচ্ছে ওয়ালটন

২০
X