চার দিন পর শুরু হবে ক্রিকেট মহাযজ্ঞ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ। ২০ দলের এই বৈশ্বিক আসরের আগে প্রস্তুতি ম্যাচ খেলবে দলগুলো। সেই তালিকায় রয়েছে বাংলাদেশও। বিশ্বকাপ শুরুর আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল টিম টাইগার্সের। যার প্রথমটি ছিল বিশ্বকাপের সহআয়োজক যুক্তরাষ্ট্রের সঙ্গে। তবে সেই ম্যাচটি আর হচ্ছে না।
মঙ্গলবার (২৮ মে) নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে নামার কথা ছিল নাজমুল হোসেন শান্তর দলের। তবে বৈরী আবহাওয়ার কারণে মাঠে গড়ানোর আগেই ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। এমনকি বৃষ্টির কারণে ডালাস প্রেইরি স্টেডিয়ামও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানানো হয়েছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক বিবৃতির মাধ্যমে ম্যাচ বাতিলের বিষয়টি বিস্তারিত জানিয়েছে। বিসিবি বিবৃতিতে জানায়, ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে হতে যাওয়া বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার প্রস্তুতি ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। বৈরী আবহাওয়ায় পুরো ডালাস এরিয়ায় আক্রান্ত হয়েছে বলে জানা যায়।
USA v Bangladesh official ICC warmup match has been canceled for today in Texas. You can hear fire engine sirens periodically passing all through the streets nearby the stadium over the last hour or so. https://t.co/MI1yyBXedG — Peter Della Penna (@PeterDellaPenna) May 28, 2024
এর আগে ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর যুক্তরাষ্ট্র প্রতিনিধি পিটার ডেলা পেনা ডালাসের বৈরী আবহাওয়ার কথা এক্সে পোস্ট করে জানান। তিনি লেখেন, ‘টর্নেডো, মারাত্মক বজ্রবৃষ্টি, ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে বাতাস বইছে এখানে। ডালাস ও গ্র্যান্ড প্রেইরি এলাকায় বৃষ্টির কারণে সকালে বন্যা সতর্কতা চলছে। মাঠে সাময়িকভাবে বসানো জায়ান্ট স্ক্রিন, গ্রাফিক্স সরঞ্জামসহ মাঠের কিছু অংশও ক্ষতিগ্রস্ত হয়েছে।’
মন্তব্য করুন