আইপিএলের এবারের আসরের ফাইনালে হায়দরাবাদকে একপ্রকার উড়িয়ে দিয়েই ট্রফি জিতেছে কলকাতার নাইট রাইডার্স। আর কলকাতার হয়ে ফাইনালে দুর্দান্ত পারফর্ম করেছেন দলটির আফগান উইকেটকিপার ব্যাটার রহমানউল্লাহ গুরবাজ। ফাইনালে ৩৯ রান করার পাশাপাশি ৩টি ক্যাচও ধরেছেন তিনি। তবে এই আফগানের এবারের আইপিএল খেলার কথাই ছিল না।
গত আইপিএলে কলকাতার হয়ে নিয়মিত খেলা এই উইকেটকিপার এবারের আইপিএলে নিজের মা অসুস্থ থাকার কারণে সেভাবে উপস্থিত থাকতে পারেননি। মাঝপথে কলকাতা শিবির ছেড়ে মাকে দেখতে আফগানিস্তানেও ফেরত যান তিনি। তবে দলের বিপদে যখন তাকে প্রয়োজন হলো তখন আর দলকে না বলতে পারেননি এই আফগান।
অসুস্থ মাকে দেশে রেখেই আইপিএলে ফেরেন গুরবাজ। মায়ের অনুমতি নিয়েই আফগান এই তারকা কলকাতার হয়ে আবারও খেলতে আসেন। আর নিজ দলকে আইপিএলের শিরোপা জিতিয়েই গুরবাজ প্রথমেই স্মরণ করলেন তার মায়ের কথা।
ফাইনালে স্বল্প রানের তাড়ায় তার ৩২ বলে ৩৯ রানের মূল্যবান ইনিংস দলকে সহজেই জয়ের পথে নেয়। জয় থেকে অল্প দূরে থাকতে তিনি আউট হলেও কেকেআরের জয় পেতে সমস্যা হয়নি।
ম্যাচ শেষে গুরবাজ ট্রফি উদযাপনের পাশাপাশি স্মরণ করেন নিজের মাকে। তিনি বলেন, ‘আমার বিশ্বাস আমার মা খেলা দেখছেন। এখন মা অনেকটা সুস্থ। ম্যাচের আগে মায়ের সঙ্গে কথাও বলেছি। জিজ্ঞেস করেছিলাম মায়ের কী চাই। শুধু জয় চেয়েছিলেন মা।’
গত আইপিএলে নিয়মিত হলেও এবার শুরুতে প্রথম একাদশে সুযোগ হচ্ছিল না গুরবাজের। কলকাতা দলের হয়ে নিয়মিত ওপেন করন ইংলিশ ওপেনার ফিল সল্ট। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির জন্য সল্ট দেশে ফেরত গেলে ভাগ্য খুলে গুরবাজের।
গুরবাজ অবশ্য সল্টের প্রশংসাই করেন। তিনি বলেন, ‘সল্ট দুর্দান্ত খেলেছে। তবে আমিও নিজেকে প্রস্তুত রাখছিলাম। সল্ট কখনো চোট পেলে আমাকে নামতে হবে জানতাম। সেই জন্য নিজেকে সব সময় তৈরি রাখতাম।’
গুরবাজ এটি আইপিএলের দ্বিতীয় শিরোপা। ২০২২ সালে গুজরাট টাইটান্সের হয়ে আইপিএল জিতেন তিনি। গুরবাজ বলেন, ‘আমি খুব ভাগ্যবান। দু’বার আইপিএল জিতেছি আমি। দু’মাস ধরে আমরা যে পরিশ্রমটা করেছি, সেটার ফল পেলাম। এটা স্পেশ্যাল।’
মন্তব্য করুন