রোববার রাতে চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে হয়তো সবচেয়ে সুখি মানুষ ছিলেন গৌতম গম্ভীর। কারণ মেন্টরের দায়িত্ব নেওয়ার এক বছরের মাথায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) শিরোপা জিতেছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। তার পরামর্শে ১৭তম আসরের সবচেয়ে বিধ্বংসী দল সানরাইজার্স হায়দবাদকে এক কথা উড়িয়ে দিয়ে তৃতীয়বারের মতো শিরোপা উৎসব করে কেকেআর।
স্বাভাবিকভাকে তিনি ছিলেন সবচেয়ে সুখি ও ব্যস্ত মানুষদের একজন। ট্রফি তুলে দিতে মাঠে উপস্থিত ছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি রজার বিনি ও সচিব জয় শাহ। কলকাতার হাতে ট্রফি তুলে দেওয়ার পর জয় শাহকে গম্ভীরের সঙ্গে দীর্ঘ সময় ধরে আলোচনা করতে দেখা যায়।
ভারতীয় গণমাধ্যমের দাবি ভারতের প্রধান কোচের চাকরি নিয়ে সৃষ্টি হয়েছে নতুন জল্পনা-কল্পনা। এ জন্য অনেকের মতে রাহুল দ্রাবিড়ের পর ভারতের কোচ পদে অনেকখানিক এগিয়ে গম্ভীর। জুনে যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের পর শেষ হবে দ্রাবিড়ের মেয়াদ।
নতুন কোচের মেয়াদ হবে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত। ভারতের প্রধান কোচের পদের জন্য বিসিসিআইয়ের পছন্দের তালিকায় ছিলেন বিদেশি তিনজন। অস্ট্রেলিয়ার জাস্টিন ল্যাঙ্গার ও রিকি পন্টিংয়ের সঙ্গে এ তালিকায় ছিলেন অ্যান্ডি ফ্লাওয়ার। তিনজন বর্তমানে আইপিএলের বিভিন্ন দলের কোচের দায়িত্ব পালন করছেন।
তবে এ কথা অস্বীকার করে জয় শাহ বলে তিনি বিদেশি নয় এ পদে কোনো ভারতীয়কে দেখাতে চান। বিসিসিআইয়ের সচিবের এ কথার ২০১১ সালের ভারতের বিশ্বকাপজয়ী সদস্যের সঙ্গে দেখা করেন তিনি। আইপিএলের শিরোপা জয়ের জন্য তাকে অভিনন্দন জানান জয় শাহ।
এদিকে ভারতীয় একটি দৈনিক পত্রিকার দাবি, দ্রাবিড়ের পর গম্ভীরকে কোচ হিসেবে চান জয় শাহ। বিসিসিআইয়ের প্রস্তাবে নাকি ভারতীয় সাবেক এ ওপেনারও রাজি। শুধু মাত্র শাহরুখ খানের কারণে দ্বিধাগ্রস্ত রয়েছেত গম্ভীর। ভারতের কোচের দায়িত্ব নেওয়ার আগে তাকে কেকেআরের মালিক শাহরুখ খানকে রাজি করাতে হবে।
সদ্য শেষ হওয়ার আইপিএলের আগে কলকাতার মেন্টর হওয়ার গম্ভীরকে ‘ব্ল্যাঙ্ক চেক’ দিয়ে রেখেছিলেন বলিউড বাদশা। শুধু এক বা দুই মৌসুমের জন্য নয়, ১০ বছরের জন্য গম্ভীরকে মেন্টর হওয়ার প্রস্তাব দিয়েছিলেন শাহরুখ খান। এমন পরিস্থিতে গম্ভীর ভারতের কোচের দায়িত্ব নিলে, ছাড়তে কেকেআরের মেন্টরের পদ। এখন প্রশ্ন, এতে কি রাজি হবেন বলিউড বাদশাহ শাহরুখ?
মন্তব্য করুন