স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৩ মে ২০২৪, ০৯:০৫ এএম
অনলাইন সংস্করণ

লঙ্কান লিগে মোস্তাফিজের খেলা নিয়ে শঙ্কা!

মোস্তাফিজুর রহমান। ছবি : সংগৃহীত
মোস্তাফিজুর রহমান। ছবি : সংগৃহীত

আগামী ১ জুলাই থেকে মাঠে গড়ানোর কথা লঙ্কান প্রিমিয়ার লিগের (এলপিএল) নতুন আসর। প্রথমবারের মতো এবারের আসরে খেলার কথা বাংলাদেশের মোস্তাফিজুর রহমানের। বিদেশি আইকন হিসেবে তাকে দলে ভেড়ায় ডাম্বুলা থান্ডার্স।

এর আগে দেখা দিয়েছে জটিলতা। বুধবার (২২ মে) ফ্র্যাঞ্চাইজিটির বাংলাদেশি মালিক তামিম রহমানকে গ্রেপ্তার করা হয়। এরপরই কঠোর পদক্ষপ নেয় এলপিএল কর্তৃপক্ষ। ডাম্বুলা থান্ডার্সের সঙ্গে চুক্তি বাতিল করেছে তারা। ফলে লঙ্কান লিগে বাংলাদেশের কাটার মাস্টারের খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।

ফ্রান্স ভিত্তিক বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, দুর্নীতির সন্দেহে বাংলাদেশি বংশোদ্ভুত ব্রিটিশ নাগরিক তামিমকে গ্রেপ্তার করে পুলিশ। কলম্বো বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয় তাকে। এএফফি আরও জানান মূলত ম্যাচ ফিক্সিংয়ের জড়িত থাকার সন্দেহে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

এর পরপরই ডাম্বুলা থান্ডার্সের সঙ্গে চুক্তি বাতিল করা হয়। এ বিষয়ে বিবৃতি দেয় লঙ্কান প্রিমিয়ার লিগের স্বত্বাধিকারী আইপিজি গ্রুপ। বিবৃতিতে বলা হয়, ‘চুক্তি বাতিলের লক্ষ্য হচ্ছে এলপিএলের ভাবমূর্তি ও সুনাম অক্ষুণ্ন রাখা। সর্বোচ্চ মানের ক্রীড়াসুলভ আচরণ যাতে অংশগ্রহণকারী সবাই মেনে চলে।’

এদিকে গত মঙ্গলবার (২১ মে) অনুষ্ঠিত হয় লঙ্কান প্রিমিয়ার লিগের নিলাম। মোস্তাফিজ, হজরত উল্লাহ জাজাই, ইব্রাহিম জাদরান, করিম জানাতসহ সর্বমোট ২৪ জন ক্রিকেটারকে দলে ভেড়ায় ডাম্বুলা থান্ডার্স। এই ক্রিকেটারদের ভাগ্য কি রয়েছে, তা এখনো জানায়নি এলপিএল কর্তৃপক্ষ।

চলতি মৌসুমে প্রথমবারের মতো লঙ্কান প্রিমিয়ার লিগে অংশ নেওয়ার কথা ছিল ফ্র্যাঞ্চাইজিটির। মালিকানার সঙ্গে পরিবর্তন করা হয় নাম। এর আগে ডাম্বুলা অরা, নামে এলপিএলে অংশ নিয়েছিল দলটি।

৫ দলের অংশ গ্রহণে হওয়ার কথা ছিল এবারের এলপিএল। তবে তামিমের প্রতিষ্ঠিত ইম্পেরিয়াল স্পোর্টস গ্রুপের সঙ্গে চুক্তি বাতিল হওয়ায় কিছুটা জটিলতা তৈরি হয়েছে। এখন লঙ্কান প্রিমিয়ার লিগ চার দলে হবে নাকি নতুন কোনো ফ্র্যাঞ্চাইজি ডাম্বুলার দায়িত্ব নেবে, এখনো সেটি নিশ্চিত নয়। আগামী ১ জুলাই শুরু হওয়ার কথা নতুন আসর। আর ২১ জুলাই হওয়ার কথা ছিল এলপিএলেল ফাইনাল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মালয়েশিয়ার মেঘের রাজ্য ক্যামেরন হাইল্যান্ড

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াসহ সব আসামিকে খালাস

দ্য গার্ডিয়ানের প্রতিবেদন / নিজেদের স্বার্থে টিউলিপকে ব্যবহার করে লেবার পার্টি

সাবেক প্রেমিকের ছুরিকাঘাতে বর্তমান প্রেমিক ‍নিহত

ময়মনসিংহে হুমগুটি খেলায় জনতার ঢল

ম্যানচেস্টার-সিলেট-ঢাকা রুটে বিমান বন্ধের শঙ্কা, প্রবাসীদের ক্ষোভ

প্রধান উপদেষ্টার কাছে আজ সংস্কার প্রস্তাব জমা দেবে চার কমিশন

ফের মন্ত্রী হয়ে ফিরতে পারেন টিউলিপ!

ছাগলকাণ্ডে আলোচিত সেই মতিউর ও তার স্ত্রী গ্রেপ্তার

ইউনিয়ন পরিষদের চেয়ার চায়ের দোকানে

১০

দিনাজপুরে হিমেল বাতাসে কনকনে ঠান্ডা

১১

ববির লাইব্রেরি ও দুই হলের নাম পরিবর্তন করলেন শিক্ষার্থীরা

১২

দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন গ্রেপ্তার

১৩

সাবেক আইজি এম আজিজুল হক আর নেই 

১৪

টিউলিপের স্থলে নিয়োগ পেলেন এমা রেনল্ডস

১৫

আজ টিভিতে দেখা যাবে যেসব খেলা

১৬

শৈত্যপ্রবাহের কবলে পঞ্চগড়, তাপমাত্রা ৯ ডিগ্রি

১৭

চবিতে ছাত্রশিবিরের নববর্ষ প্রকাশনা উৎসব

১৮

শিক্ষার্থীদের রাজাকার বলা শিক্ষকের অপসারণ দাবিতে বিক্ষোভ

১৯

১৫ জানুয়ারি : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

২০
X