প্রথম কোয়ালিফায়ারে হায়দ্রাবাদকে উড়িয়ে এবারের আইপিএলের ফাইনালে পা রেখেছে লিগ পর্বের সেরা দল কলকাতা নাইট রাইডার্স। মঙ্গলবার (২১ মে) হওয়া এই ম্যাচে কলকাতার হয়ে মাঠে নামেন তাদের আফগান উইকেটরক্ষক ব্যাটার রহমানউল্লাহ গুরবাজ।
গত আইপিএলে কলকাতার হয়ে নিয়মিত খেলা এই উইকেটকিপার এবারের আইপিএলে নিজের মা অসুস্থ থাকার কারণে সেভাবে উপস্থিত থাকতে পারেননি। মাঝপথে কলকাতা শিবির ছেড়ে মাকে দেখতে আফগানিস্তানেও ফেরত যান তিনি। তবে দলের বিপদে যখন তাকে প্রয়োজন হলো তখন আর দলকে না বলতে পারেননি এই আফগান।
কলকাতা নাইট রাইডার্সকে অবশ্য নিজের পরিবারের মতোই মনে করেন গুরবাজ। তাই, পরিবারের প্রয়োজনেই ফেরত এসেছেন। এবার কলকাতার হয়ে নিয়মিত ওপেন করা ফিল সল্ট ইংল্যান্ডে ফিরে যাওয়ায় গুরবাজকে ডেকে পাঠায় কেকেআর। গুরবাজও জানতেন কেকেআরকে তার কিছু দেওয়ার পালা।
লিগ পর্বের শেষ ম্যাচেও দলে ছিলেন তিনি। তবে বৃষ্টিতে ম্যাচ ভেস্তে যাওয়ায় নামতে পারেননি তিনি। প্রথম কোয়ালিফায়ারেও দল ভরসা রাথে গুরবাজের ওপর। ম্যাচটিতে কলকাতার হয়ে ওপেন করতে নেমে ১৪ বলে ২৩ রানের ক্যামিও খেলেন। তার ছোট্ট এই ইনিংসও ভূমিকা রাখে কলকতার বড় জয়ে। ফাইনালেও নিশ্চয়ই কলকাতা ভরসা রাখবে তার ওপর।
এদিকে দলকে ফাইনালে তুলে সংবাদসম্মেলনে আসেন গুরবাজ। আফগান এই ওপেনার জানান, তার পরিবার কতটা লড়াইয়ের মধ্যে রয়েছে। তবুও নিজের আরেক পরিবার কেকেআরকে জেতাতে ভূমিকা রাখতে পেরে খুশি তিনি।
গুরবাজ জানান, ‘আমার মা এখনো হাসপাতালে ভর্তি। প্রতিদিন আমি তার সঙ্গে কথা বলি। তবে ফিল সল্ট ছেড়ে যাওয়ার পর আমি জানতাম, যে কেকেআর পরিবারের আমাকে যথেষ্ট দরকার পড়বে। সে কারণে আমি আফগানিস্তান থেকে ফিরে এসেছি। আমার মার দোয়া নিয়েই আমি এসেছি। তিনি আমার জন্য অনেক খুশি।’
গুরবাজের এই ত্যাগকে ভালো চোখে দেখছে কেকেআর ও এর সমর্থকরা। নিজেদের সোশ্যাল মিডিয়ায় গুরবাজের কথাগুলো প্রকাশ করেছে এই আসরে শিরোপা জয়ের জন্য ফেভারিট দলটি।
মন্তব্য করুন