শেষ পর্যন্ত আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত দলে নেই কোনো চমক। প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে অধিনায়কের দায়িত্ব পালন করবেন নাজমুল হোসেন শান্ত। তার ডেপুটির দায়িত্ব পালন করবেন চোটগ্রস্ত তাসকিন আহমেদ।
মঙ্গলবার (১৪ মে) দুপুরে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সংবাদ সম্মেলনে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক গাজী আশরাফুল হোসেন লিপু। এ সময় তার সঙ্গে ছিলেন দুই নির্বাচক আব্দুল রাজ্জাক ও হান্নান সরকার।
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবেন তানজিদ হাসান তামিম, জাকের আলী অনিক, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন ও তানভীর ইসলাম। আর ২০২১ সালে সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেন মাহমুদউল্লাহ রিয়াদ। তবে মাঝে ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাদ পড়েছিলেন অভিজ্ঞ এই মিডলঅর্ডার ব্যাটার। এক বিশ্বকাপ বিরতি দিয়ে আবারও টি-টোয়েন্টির বিশ্ব আসরের স্কোয়াডে ফিরেছেন ডানহাতি এই অলরাউন্ডার। এর আগে গত বছর ভারতে হওয়া ওয়ানডে বিশ্বকাপের স্কোয়াডে রাখা হয়েছিল তাকে।
টি-টোয়েন্টি বিশ্বকাপে নতুন পাঁচ তরুণ ক্রিকেটারের মধ্যে তানজিদ হাসান তামিম ও তানজিম হাসান সাকিব ছিলেন ভারতে হওয়া ওয়ানডে বিশ্বকাপে। তানজিদ বিশ্বকাপের সব ম্যাচ খেলেছেন। আর তানজিম খেলেছেন দুটি ম্যাচে। বিশ্বকাপে একেবারে নতুন মুখ জাকের আলী অনিক, রিশাদ হাসান ও তানভীর ইসলাম।
মন্তব্য করুন