স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১২ মে ২০২৪, ০৩:৩১ পিএম
আপডেট : ১২ মে ২০২৪, ০৩:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

টিকটকে দেড় কোটির বেশিবার দেখা হয়েছে মোস্তাফিজের ভুয়া ভিডিও

মোস্তাফিজুর রহমান। ছবি : সংগৃহীত
মোস্তাফিজুর রহমান। ছবি : সংগৃহীত

চলতি বছর ২ জানুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে আরজে জিন্নাত ইসলাম নামের এক অ্যাকাউন্ট থেকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল চেন্নাই সুপার কিংসের একটি ভিডিও আপলোড হয়। সেই ভিডিওতে দলটির সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে বক্তব্য দিতে দেখা যায়।

ভিডিওর ক্যাপশনে লেখা, ‘সংবাদ সম্মেলনে এসে মুস্তাফিজুর রহমানকে অপমান করল মাইনন্দ্রো ছীন ধনি।’ ভিডিওটির উপস্থাপক দাবি, ‘এখানে ধোনি বলেছেন, মোস্তাফিজকে নিয়ে বড় ভুল করেছি। সাম্প্রতিক সময়ে মোস্তাফিজ ফর্মহীনতায় ভুগছেন। এমন মুহূর্তে আমরা না বুঝতে পেরেই তাকে দলে নিয়েছি। আসলে মোস্তাফিজকে দলে নেওয়া আমাদের ঠিক হয়নি।’

আন্তর্জাতিক ফ্যাক্ট চেকিং নেটওয়ার্ক স্বীকৃত রিউমার স্ক্যানার বাংলাদেশের দাবি ক্রিকেট সম্পর্কে নূন্যতম জ্ঞান রয়েছে, এমন যে কেউ বুঝতে পারবে এমন বক্তব্য দেওয়ার কথা নয় ধোনির।

রিউমার স্ক্যানার বাংলাদেশ তাদের প্রতিবেদনে বলেছে, ‘আমরাও ১ মিনিট ৭ সেকেন্ডের পুরো ভিডিওর কোনো অংশেই ধোনিকে তার নিজের মুখে এমন মন্তব্য করতে দেখিনি। কিন্তু এই বিষয়টি যখন আমরা যাচাই করছি, সেসময়ের মধ্যে ভিডিওটি প্রায় ৭ লাখ ৩৩ হাজার বার দেখা হয়েছে। ভিডিওটি নেওয়া হয়েছে ইউটিউবে দেশি ক্রিকেট নিউজ নামের একটি চ্যানেল থেকে।’

তাদের প্রতিবেদনে আরও বলা হয়, ‘এই চ্যানেলে একদিন আগে ভিডিওটি আপলোড করা হয়। আর সেখান থেকে ভিডিওটি দেখেছেন মাত্র আট হাজার মানুষ। কিন্তু টিকটকে গিয়ে একই ভিডিও প্রায় ৯২ গুণ বেশিবার দেখা হয়েছে।’

গত বছর ডিসেম্বরে হওয়া নিলামে মোস্তাফিজুর রহমানকে দলে ভেড়ায় চেন্নাই। ফলে চলতি আসরে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি ছিলেন বাঁহাতি এ পেসার। টুর্নামন্ট শুরুর তিন দিন আগে অর্থাৎ গত ১৯ মার্চ যোগ দেন দলটির ক্যাম্পে।

তবে জিম্বাবুয়ে সিরিজ থাকায় পুরো মৌসুমের জন্য তাকে অনাপত্তিপত্র দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ফলে ২ দেশে ফিরে আসেন মোস্তাফিজ।

রিউমার স্ক্যানারের দাবি চলতি আসরে মোস্তাফিজের আইপিএল যাত্রার পুরোটা সময় পর্যবেক্ষণ করেছে তাদের ইনভেস্টিগেশন ইউনিট। এ সময়ে অন্তত ১০টি টিকটক অ্যাকাউন্টের খোঁজ পেয়েছে তারা। যেগুলোতে ৪০ টি ভুয়া তথ্যের ভিডিও রয়েছে। যা দেখা হয়েছে কমপক্ষে এক লাখ বার। সব মিলিয়ে ভিডিওগুলো দেখা হয়েছে প্রায় দেড় কোটিবার।

ইউটিউবের একাধিক চ্যানেল থেকে সবগুলো ভিডিও নেওয়া হয়েছে বলে দাবি করেছে রিউমার স্ক্যানার বাংলাদেশ। তাদের তদন্তে উঠে এসেছে, ‘মোস্তাফিজের এবারের আইপিএল মিশনকে ঘিরে ভাইরাল ৪০টি ভিডিও বিশ্লেষণ করা হয়। এসব ভিডিওতে পুরোনো কায়দাতেই ভুয়া তথ্যকে বিশ্বাসযোগ্য করে তুলতে পুরোনো কিংবা ভিন্ন ঘটনার সাম্প্রতিক ভিডিওকে ব্যবহার করা হচ্ছে।’

এ জন চেন্নাইয়ের ক্রিকেটারদের পুরোনো ভিডিও ব্যবহার করার পাশাপাশি আইপিএলের দলগুলোর মালিকসহ ক্রিকেটারদের বিভিন্ন সময়ের মন্তব্যের ফুটেজও ব্যবহার করা হয়েছে বলে জানায় তথ্য যাচাইকারী প্রতিষ্ঠানটি। এমনকি আইপিএলের সঙ্গে সংশ্লিষ্টতা নেই এমন সাবেক ক্রিকেটারের পুরোনো ভিডিওকেও মোস্তাফিজের বিষয়ে মন্তব্যের সাম্প্রতিক ভিডিও বলেও প্রচার করা হয়।

রিউমার স্ক্যানার তাদের প্রতিবেদনে আরও জানায়, ‘শুধু পুরোনো ভিডিওকে পুঁজি করেই যে ভুয়া তথ্যের এই স্রোত এগিয়েছে এমন নয়। আমরা অন্তত দুটি প্রমাণ পেয়েছি যেখানে মোস্তাফিজের দল চেন্নাই সুপার কিংসের বোলিং কোচ ডোয়াইন ব্রাভোর একটি ডায়মন্ড আউটলেট উদ্বোধন এবং দলটির অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়ের নির্দিষ্ট ম্যাচের বিষয়ে করা মন্তব্যের সাম্প্রতিক ভিডিও ব্যবহার করেও ভুয়া তথ্য প্রচার করা হয়েছে। এসব ভিডিওতে তারা মোস্তাফিজের বিষয়ে কথা বলেছেন বলে দাবি করা হলেও আদতে এমন কিছুই ঘটেনি।’

প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে, ‘ক্রিকেট সংশ্লিষ্ট ব্যক্তিদের বাইরে মোস্তাফিজ নিয়ে এসব ভিডিওতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুরোনো সাক্ষাৎকারের ভিডিও যুক্ত করতে দেখেছে রিউমার স্ক্যানার ইনভেস্টিগেশন ইউনিট।’

এ বিষয়ে প্রতিষ্ঠানটি তাদের প্রতিবেদনে দাবি করেছে, ‘গত বছরের ২৭ সেপ্টেম্বর ভয়েস অব আমেরিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে সে সময় আসন্ন ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেট নিয়ে নিজের প্রত্যাশার কথা ব্যক্ত করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। এই এক ভিডিওই দুবার ব্যবহার করে একবার দাবি করা হয়েছে, শেখ হাসিনা ফিজকে পুরো আইপিএল খেলার অনুমতি দিয়েছেন। আরেকবার দাবি করা হয়েছে, তিনি আইপিএলে মোস্তাফিজের পারফরম্যান্সে মুগ্ধ হয়ে তাকে গাড়ি বাড়িসহ পাঁচ কোটি টাকা দেওয়ার ঘোষণা দিয়েছেন। অথচ শেখ হাসিনা এ যাবৎকালে কাটার মাস্টারকে নিয়ে কোনো মন্তব্য করেছেন, এমন তথ্য মেলেনি গণমাধ্যমে।’

এখন পর্যন্ত আইপিএলের চলতি আসরের কোনো ম্যাচের সংবাদ সম্মেলনে আসেনি মহেন্দ্র সিং ধোনি। রিউমার স্ক্যানার জানায়, ‘মোস্তাফিজকে নিয়ে প্রচারিত ভিডিওগুলো বিশ্লেষণ করতে গিয়ে ইনভেস্টিগেশন ইউনিট দেখেছে, ধোনির পুরোনো ৪টি ভিডিও ব্যবহার করে দাবি করা হচ্ছে। যেগুলোতে তিনি মোস্তাফিজকে নিয়ে এসব ভিডিওতে কথা বলেছেন। কিন্তু ধোনিকে প্রকাশ্যে এখন পর্যন্ত মোস্তাফিজ প্রসঙ্গে কোনো মন্তব্য করার খবর গণমাধ্যমে আসেনি।’

এ পর্যায়ে আরও একটি চমকপ্রদ তথ্য দিয়েছে রিউমার স্ক্যানার। তাদের দাবি, ‘শুধু যে পুরোনো ভিডিও দিয়ে, এসব ভুয়া ভিডিওকে বিশ্বাসযোগ্য করতে হাতিয়ার বানানো হচ্ছে, তা নয়। অন্যের মুখের ওপর আরেকজনের মুখ বসিয়ে, কোনো কোনো ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সহায়তা নিয়েও এসব ভুয়া ভিডিও প্রচার হতে দেখেছি আমরা।’

তথ্য-যাচাইকারী প্রতিষ্ঠানটি দাবি করছে, এক অ্যাকাউন্ট থেকেই ভিউ হয়েছে প্রায় ৩৭ লাখ, ‘আমাদের এই অনুসন্ধানে আমরা যে ১০ টি অ্যাকাউন্ট নিয়ে কাজ করেছি, তার মধ্যে খালিদ এডিটেক্স (Khalid Editx) নামের এক অ্যাকাউন্টেই ১৫টি ভিডিও পাওয়া গেছে যেগুলোর ভিউ কমপক্ষে এক লাখ ছিল। এসব ভিডিও সর্বমোট দেখা হয়েছে ৩৬ লাখ ৯১ হাজারের বেশিবার। এসব ভিডিওর ১৪ ই সংগ্রহ করা হয়েছে, বিডি ক্রিকস প্রো (BD Crics Pro) নামের একটি ইউটিউব চ্যানেল থেকে, বাকি একটি নেওয়া হয়েছে বিডি স্পোর্টস নিউজ (BD Sports News) নামের অপর একটি ইউটিউব চ্যানেল থেকে। এর মধ্যে সর্বাধিক প্রায় এক মিলিয়ন ভিউ পেয়েছে যে ভিডিওটি তাতে দাবি করা হচ্ছে যে মুস্তাফিজকে গ্যালারিতে জড়িয়ে ধরেছে এক তরুণী। যে ছবিটি দিয়ে এই দাবি করা হচ্ছে তা যাচাই করে দেখা গেছে, এটি ২০২১ সালের ভিডিওর ফুটেজ। সে সময় চেন্নাইয়ের দীপক চাহার তার বান্ধবীকে প্রেমের প্রস্তাব দেন। সেসময় ফিজ চেন্নাইয়ের সদস্যই ছিলেন না।’

এ পর্যায়ে রিউমার স্ক্যানার জানায়, ‘আমাদের অনুসন্ধানে পাওয়া ৪০টি ভিডিওর মধ্যে টিকটকে সর্বাধিক ভাইরাল হয়েছে যেটি সেটি ধোনির বক্তব্যের ভিডিও। ২০২১ সালে চেন্নাই সুপার কিংস প্রসঙ্গে দেওয়া এক বক্তব্যের এই ভিডিওটিকে সাম্প্রতিক সময়ে মোস্তাফিজের বিষয়ে ধোনির মন্তব্য দাবিতে ছড়ানো হয়ে টিকটকে, যা ইতোমধ্যেই দেখা হয়েছে প্রায় ২০ লক্ষাধিক বার।’

প্রতিষ্ঠানটির প্রতিবেদনে আরও জানানো হয়, তাদের ইনভেস্টিগেশন ইউনিট মোস্তাফিজের এবারের আইপিএল মিশনের ৪০টি ভিডিও বিশ্লেষণ করেছে। এর মধ্যে ৩৯টিরই মূল উৎস ইউটিউব। বাকি একটি ভিডিওর উৎস সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। মজার বিষয় হচ্ছে, এসব ভিডিও প্রথম প্রকাশের পর ইউটিউবে কম দেখা হলেও টিকটকে ভিডিওগুলো দেখার হার বেড়ে যায় প্রায় ছয় গুণ।

তথ্য-যাচাইকারী প্রতিষ্ঠানটি জানায়, ‘এসব ভিডিওর মধ্যে সর্বোচ্চ ২১টির উৎস হয়েছে বিডি ক্রিকস প্রো (BD Crics Pro) নামের একটি ইউটিউব চ্যানেল। এ চ্যানেলটির বয়স এক বছরের কম হলেও সাবস্ক্রাইবার রয়েছে প্রায় সাড়ে ৬০ হাজার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধান উপদেষ্টার / সহকারী প্রেস সচিব হলেন দুই তরুণ সাংবাদিক

শিক্ষকদের দ্বন্দ্ব, শিক্ষাব্যবস্থায় অচলাবস্তা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সব ধরনের রাজনীতি নিষিদ্ধ

জাবিতে গণপিটুনির ঘটনায় ৮ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার

জন্মাষ্টমীর শুভেচ্ছা বিনিময় করবেন তারেক রহমান

বিশেষ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার দাবি লায়ন ফারুকের

জাবিতে সাবেক ছাত্রলীগ নেতাকে হত্যা, এক সমন্বয়ককে অব্যাহতি

ড. ইউনূসকে ধন্যবাদ জ্ঞাপন মুক্তিযোদ্ধা পরিবারের

মাদারীপুরে কৃষককে পিটিয়ে হত্যায় মানববন্ধন

জাতীয় বিদ্যুৎ সঞ্চালন গ্রিডের টাওয়ার পদ্মায় বিলীন

১০

দীঘিনালায় দুপক্ষের সংঘর্ষ, অগ্নিসংযোগ

১১

তিন মাস ধরে ১৪০০ চা শ্রমিকের মজুরি বন্ধ

১২

নীতিমালার খসড়া অনুমোদন / সম্পদের হিসাব দিতে হবে উপদেষ্টাদেরও

১৩

জাতীয় বিদ্যুৎ সঞ্চালন গ্রিডের টাওয়ার পদ্মায় বিলীন

১৪

বিটকয়েনে বার্গারের দাম পরিশোধ করলেন ডোনাল্ড ট্রাম্প

১৫

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৮৭

১৬

চর দখলের মতো সাংবাদিক সংগঠনগুলো নিয়ন্ত্রণের অপচেষ্টা চলছে : শওকত মাহমুদ

১৭

নেতাকর্মীদের জরুরি নির্দেশনা দিল আ.লীগ

১৮

বন্যায় ক্ষতিগ্রস্তদের নির্মাণসামগ্রী ও গবাদিপশু দিল বিএনপি

১৯

ছেলে নিহতের চার ঘণ্টা পর মারা গেলেন বাবা

২০
X