আর মাত্র ২৮ দিন পরেই মাঠে গড়াবে বৈশ্বিক ক্রিকেটের অন্যতম বড় আসর আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ। প্রথমবারের মতো ২০ দল নিয়ে আয়োজিত এই আসরের জন্য ইতোমধ্যেই দল ঘোষণা করেছে বেশ কয়েকটি দেশ। এবার সেই তালিকায় যোগ দিল আসরটির স্বাগতিক দুই দেশ ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্র।
এবারের এই আসরে দুবারের শিরোপাজয়ী ও আসরের সহআয়োজক ওয়েস্ট ইন্ডিজকে বিশেষজ্ঞরা ফেভারিটদের কাতারে না রাখলেও ক্যারিবীয় দ্বীপপুঞ্জের বাসিন্দারা ছেড়ে কথা বলবে না। ক্যারিবীয়দের মেরুন জার্সিতে জুনের এই বৈশ্বিক আসরে মাঠ মাতাবেন আন্দ্রে রাসেল, নিকোলাস পুরান, শিমরন হেটমায়ারের মতো তারকারা। টেস্টে অজিবধের নায়ক শামার জোসেফকেও সুযোগ দেওয়া হয়েছে দলে।
শুক্রবার (৩ মে) সংবাদ সম্মেলনের মাধ্যমে আসরের স্বাগতিকদের ১৫ সদস্যের দল ঘোষণা করেন উইন্ডিজের সাদা বলের কোচ ড্যারেন সামি। এবারের আসরে দুবারের বিশ্ব চ্যাম্পিয়নরা মাঠে নামবে হার্ড হিটার রভম্যান পাওয়েলের নেতৃত্বে। দলে চমক বলতে গেলে পেসার শামার জোসেফের উপস্থিতি। এই পেসারের এখনো আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেকই হয়নি। অবশ্য ২৪ বছর বয়সী এ পেসার বাদে গুদাকেশ মোতি ও শেরফান রাদারফোর্ডকে কিছুটা অনভিজ্ঞ বলা যায়। এই তিনজন ছাড়া অবশ্য বাকিদের সবাই আন্তর্জাতিক ক্রিকেটে বেশ অভিজ্ঞ ও সমৃদ্ধ।
সহআয়োজক যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ দলে অবশ্য বেশ অভিনবত্ব রয়েছে। ১৫ সদস্যের যুক্তরাষ্ট্র দলে রয়েছে পাঁচ দেশের ১১ ক্রিকেটার। যেখানে সবচেয়ে বেশি ৫ জন ভারতের। এ ছাড়াও পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার দুজন, নিউজিল্যান্ডের ১ এবং যে দেশের হয়ে তারা খেলবেন সেই যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া খেলোয়াড় আছে মাত্র চারজন।
তবে তাদের দলে সবচেয়ে বড় চমক আন্তর্জাতিক ক্রিকেটে বেশ অভিজ্ঞ সাবেক কিউই অলরাউন্ডার কোরি অ্যান্ডারসনের উপস্থিতি। ২০১২-২০১৮ সাল পর্যন্ত নিউজিল্যান্ডের জার্সিতে মাঠ মাতিয়েছেন এই হার্ডহিটার অলরাউন্ডার।
অবশ্য ২৫মে পর্যন্ত চাইলে দলটি আইসিসির অনুমতি ছাড়াই পরিবর্তন আনতে পারবে।
ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড : রভম্যান পাওয়েল (অধিনায়ক), আলজারি জোসেফ, জনসন চার্লস, রস্টন চেজ, শিমরন হেটমায়ার, জেসন হোল্ডার, শাই হোপ, আকিল হোসেন, শামার জোসেফ, ব্রেন্ডন কিং, গুদাকেশ মোতি, নিকোলাস পুরান, আন্দ্রে রাসেল, শেরফান রাদারফোর্ড, রোমারিও শেফার্ড।
যুক্তরাষ্ট্রের স্কোয়াড : মোনাঙ্ক প্যাটেল (অধিনায়ক), অ্যারন জোন্স, এন্ড্রিস গোস, কোরি অ্যান্ডারসন, আলী খান, হারমিত সিং, জেসি সিং, মিলিন্ড কুমার, নিসর্গ প্যাটেল, নীতিশ কুমার, নসথুশ কেনজিগে, সৌরভ নেত্রভালকার, শেডলি ভ্যান, স্টিভেন টেইলর ও শায়ান জাহাঙ্গীর।
মন্তব্য করুন