চলতি বছরের জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দিয়ে প্রস্তুতি সম্পন্ন করবে বাংলাদেশ ক্রিকেট দল। শুক্রবার (৩ মে) শুরু হওয়া এই সিরিজের প্রথম তিন ম্যাচ অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমের চৌধুরী স্টেডিয়ামে। সাগরিকায় হওয়া সেই তিন ম্যাচের টিকিট মূল্য প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। মাত্র ২০০ টাকা খরচ করেই উপভোগ করা যাবে বাংলাদেশ-জিম্বাবুয়ের লড়াই।
মঙ্গলবার (৩০ এপ্রিল) সংবাদ বিজ্ঞপির মাধ্যমে বাংলাদেশ ও জিম্বাবুয়ে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের চট্টগ্রাম পর্বের টিকিট মূল্য প্রকাশ করেছে বিসিবি। ২০০-১৫০০ টাকার মধ্যে রাখা হয়েছে টিকিটের দাম।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের পশ্চিম স্ট্যান্ডে মাত্র ২০০ টাকায় দেখা যাবে খেলা। পূর্ব স্ট্যান্ডে বসে খেলা দেখতে খরচ করতে হবে ১০০ টাকা বেশি।
ক্লাব হাউসে বসে দেখতে আপনার খরচ করতে হবে ৫০০ টাকা। অন্যদিকে আন্তর্জাতিক স্ট্যান্ডের টিকিটের দাম ধরা হয়েছে ১০০০ টাকা।
সবচেয়ে দামি সিট হিসেবে ধরা হয়েছে রুফ টপ হসপিটালিটি ও গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিট। এই দুই জায়গায় ১৫০০ টাকা খরচ করে টিকিট কেটে খেলা দেখতে হবে।
সিরিজের টিকিটগুলো পাওয়া যাবে সাগরিকা টিকিট কাউন্টার (বিআইটিসি সার্কেলের কাছে) এবং এমএ আজিজ স্টেডিয়ামের টিকিট কাউন্টারে। আগামী ২ মে থেকে সিরিজের টিকিট কেনা যাবে। নির্দিষ্ট দিনে সকাল ১০টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত টিকিট বিক্রি করা হবে। ম্যাচের আগের দিন ও ম্যাচের দিনও কাঙ্ক্ষিত টিকিট কাটতে পারবে দর্শক-সমর্থকরা।
সরাসরি টিকিট কাটার পাশাপাশি অনলাইনেও টিকিট সংগ্রহ করার ব্যবস্থা থাকছে। ১ মে থেকে টিকিট বিক্রি শুরু হবে। সে ক্ষেত্রে এমএ আজিজ স্টেডিয়ামের টিকিট কাউন্টার থেকে ম্যাচের আগের দিন টিকিট সংগ্রহ করে নিতে হবে।
মন্তব্য করুন