চলতি বছরের জুনে মার্কিন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে মাঠে গড়াবে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। ক্রিকেট শ্রেষ্ঠত্ব প্রমাণের বৈশ্বিক এই আসরের বাকি এক মাসের একটু বেশি। আসরটির জন্য ইতিমধ্যেই দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। এবার সেই তালিকায় যোগ দিল দক্ষিণ আফ্রিকা।
মঙ্গলবার (৩০ এপ্রিল) বৈশ্বিক এই আসরের জন্য দক্ষিণ আফ্রিকা দল ঘোষণা করেছেন প্রোটিয়াদের সাদা বলের কোচ রব ওয়াল্টার। এইডেন মার্করামকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে তারা। তবে ১৫ সদস্যের এই দলে চমক হিসেবে আছে অভিষেকের অপেক্ষায় থাকা দুই ক্রিকেটার রায়ান রিকেলটন এবং ওটনিয়েল বার্টমান।
This is your T20 World Cup Proteas Mens team South Africa! Let's rally behind our squad as they aim to conquer the world stage and bring home the gold! Stay tuned for the out of this world performances! #T20WorldCup #OutOfThisWorld #BePartOfIt pic.twitter.com/NVwYYsN7cH
— Proteas Men (@ProteasMenCSA) April 30, 2024রিকেলটন এসএ-২০ এর আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক। এমআই কেপটাউনের হয়ে ৫৮.৮৮ গড়ে ৫৩০ রান করেছিলেন তিনি। অন্যদিকে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সানরাইজার্স ইস্টার্ন কেপের পক্ষে ৮ ম্যাচে ১৮ উইকেট শিকার করেছিলেন বার্টমান। বর্তিওমানে তিনি আইপিএলের ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলছেন।
স্কোয়াডে অবশ্য এই দুইজন ছাড়া অভিজ্ঞদের দিকেই বেশি নজর দেওয়া হয়েছে। স্বাভাবিক ভাবেই ডাক পাওয়াদের মধ্যে রয়েছেন কুইন্টন ডি কক, রেজা হেনড্রিকস, হেইনরিখ ক্লাসেন এবং ডেভিড মিলারের মতো তারকাদের নাম। আছেন আইপিএল মাতানো ট্রিস্তান স্ট্যাবসও।
বিশ্বকাপে প্রোটিয়াদের বোলিং আক্রমণের নেতৃত্ব দিবেন কাগিসো রাবাদা। এছাড়াও আনরিখ নরকিয়ায় গত ওয়ানডে বিশ্বকাপ মিস করার পর দলে ফিরেছেন। তরুণ নাম হিসেবে মার্কো ইয়ানসেন ও জেরাল্ড কোয়েটজি রয়েছে। স্পিনার হিসবে বোজরন ফোরচুন, কেশভ মহারাজ এবং তাবরিজ শামসি রয়েছেন।
ট্রাভেলিং রিজার্ভ হিসেবে নান্দ্রে বার্গার এবং লুঙ্গি এনগিডিকে রাখা হয়েছে।
টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার স্কোয়াড: এইডেন মার্করাম (অধিনায়ক), ওটনিয়েল বার্টমান, জেরাল্ড কোয়েতজি, কুইন্টন ডি কক, বোজরন ফরচুন, রিজা হেনড্রিকস, মার্কো ইয়ানসেন, হেইনরিখ ক্লাসেন, কেশভ মহারাজ, ডেভিড মিলার, আনরিখ নরকিয়া, কাগিসো রাবাদা, রায়ান রিকেলটন, তাবরেইজ শামসি এবং ত্রিস্তান স্ট্যাবস।
ট্রাভেলিং রিজার্ভ: নান্দ্রে বার্গার এবং লুঙ্গি এনগিডি
মন্তব্য করুন