প্রায় ২৮ বছর পর ভারতকে পরম আরাধ্যের বিশ্বকাপ শিরোপা এনে দেওয়ার পিছনে অন্যতম প্রধান ভূমিকা পালন করেছিলেন তৎকালীন ভারত জাতীয় দলের প্রধান কোচ গ্যারি ক্যারস্টেন। ভারতকে বিশ্বকাপ জেতানোর পর নিজ দেশ দক্ষিণ আফ্রিকাকে কোচিং করিয়ে আইপিএলেও এসেছেন তিনি। এবার পাকিস্তান ক্রিকেট দলের ভাগ্য ফেরাতে অভিজ্ঞ এই কোচকেই নিয়োগ দিচ্ছেন পাকিস্তানি ক্রিকেট বোর্ড (পিসিবি)। এমনটাই দাবি পাকিস্তানের সংবাদমাধ্যমগুলোর।
পাকিস্তানের সংবাদমাধ্যম ‘জিও নিউজ’ পিসিবির সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, দক্ষিণ আফ্রিকার সাবেক ওপেনার গ্যারি কারস্টেনকে ওয়ানডে ও টি-টোয়েন্টির কোচ হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পিসিবি। এ ছাড়াও টেস্ট দলের দায়িত্ব দেওয়া হয়েছে সাবেক অস্ট্রেলিয়ান পেস বোলার জেসন গিলেস্পিকে।
অনেকটা দীর্ঘ সময় ধরে প্রধান কোচের খোঁজ করছিল পিসিবি। অবশেষে তাদের সন্ধান শেষ হয়েছে। ইংল্যান্ডের ফর্মূলা অনুসরণ করে সাদা ও লাল বলের জন্য আলাদা আলাদা কোচ নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পিসিবি। ধারণা করা হচ্ছে ক্যারস্টেন ও গিলেস্পির বিষয় নিয়ে শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা দিবে পিসিবি। পিসিবির আগে নিজেদের ওয়েবসাইটে কোচ নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছিল এবং আবেদনের শেষ তারিখ জানানো হয় ১৫ এপ্রিল।
এদিকে কিউইদের সঙ্গে ১৮ এপ্রিলের টি-টোয়েন্টি সিরিজের আগেই কোচ নিয়োগ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে চায় পিসিবি। অবশ্য তাদের চোখে জুনে শুরু হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপও থাকার কথা।
উল্লেখ্য, ২০২৩ সালের এপ্রিলে পাকিস্তান ছেলেদের জাতীয় দলের পরিচালকের দায়িত্ব দেওয়া হয় মিকি আর্থারকে। ব্র্যাডবার্ন পান ছেলেদের জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব। আর গত বছরের এপ্রিল থেকে সাবেক প্রোটিয়া ক্রিকেটার পুটিক জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব পালন করছিলেন। নিয়োগ বিজ্ঞপ্তিতে সহকারী প্রধান কোচের একটি পদও রেখেছে পিসিবি। এই পদে আবেদনের শেষ তারিখ ২০ এপ্রিল।
কোচ হিসেবে ভারতকে ২০১১ বিশ্বকাপ জেতানো কারস্টেন এখন আইপিএলে গুজরাট টাইটানসের ‘মেন্টর’-এর দায়িত্বে আছেন। দক্ষিণ আফ্রিকার হয়ে ১০১টি টেস্ট ও ১৮৫টি ওয়ানডে খেলেছেন সাবেক এই ওপেনার। অস্ট্রেলিয়ার হয়ে ৭১টি টেস্ট ও ৯৭টি ওয়ানডে খেলা গিলেস্পি কিছুদিন আগে সাউথ অস্ট্রেলিয়া ও অ্যাডিলেড স্ট্রাইকার্সের ছেলেদের দলের প্রধান কোচের দায়িত্ব ছাড়েন। ২০১৪-১৫ সালে কোচ হিসেবে ইয়র্কশায়ারকে টানা দুবার শিরোপা জিতিয়েছেন গিলেস্পি।
মন্তব্য করুন