স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৪, ১২:৩৫ পিএম
আপডেট : ০৬ এপ্রিল ২০২৪, ০১:২৬ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানের অনুশীলনে যোগ দিয়ে ক্রিকেটারের বড় শাস্তি

উসমান খান। ছবি : সংগৃহীত
উসমান খান। ছবি : সংগৃহীত

ক্রিকেট মাঠে বর্তমান অবস্থা ভালো না হলেও পাকিস্তান ক্রিকেট দল যে খেলাটির অন্যতম অভিজাত দল তাতে কোনো সন্দেহ নেই। দুবারের বিশ্বচ্যাম্পিয়নদের হয়ে খেলার জন্য মুখিয়ে থাকেন অনেকেই। তবে সবার কাছে এই সুযোগ আসে না। তেমনি একজন উসমান খান। বাবরদের সাথে খেলার ইচ্ছে তার আগেই ছিল, তবে সুযোগের অভাবে পাড়ি জমিয়েছিলেন আরব আমিরাতে। তবে এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে পাকিস্তান দলের ক্রিকেটার ফিটনেস ট্রেনিং সেশনের জন্য ডাক পেয়েই যোগ দিয়েছিলেন তিনি। কিন্তু নিজের এই স্বপ্ন পূরণের জন্য বড় ধরনের শাস্তির মুখোমুখি হতে যাচ্ছেন তিনি।

নিজ জন্মভূমি পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) আমন্ত্রণে ফিটনেস ট্রেনিং সেশনে যোগ দেওয়ার পরপরই ধারণা করা হয়েছিল বড় ঝামেলায় পড়তে যাচ্ছেন উসমান। সেই শঙ্কা সত্যি করেই শুক্রবার (৫ এপ্রিল) সংযুক্ত আরব আমিরাত ক্রিকেট বোর্ড এই ক্রিকেটারকে ৫ বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে ।

ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে ১৯ বছর বয়সী এই ক্রিকেটার আগামী ৫ বছর আরব আমিরাত ক্রিকেট বোর্ড (ইসিবি) আয়োজিত কোনো টুর্নামেন্টে খেলতে পারবেন না।

ইসিবির দেওয়া বিজ্ঞপ্তিতে আরও অভিযোগ তোলা হয় উসমান সংযুক্ত আরব আমিরাতের হয়ে খেলা নিয়ে মিথ্যা বর্ণনা দিয়েছে। সে আমিরাত কর্তৃক সুবিধা গ্রহণ করলেও সংযুক্ত আরব আমিরাতের হয়ে খেলতে হলে বাকি যে প্রক্রিয়া অনুসরণ করতে হবে, সেটা সে শেষ করতে চায় না।

উল্লেখ্য উসমান চলতি বছরে ইন্টারন্যাশনাল টি-টোয়েন্টি লিগে আরব আমিরাতের স্থানীয় ক্রিকেটার হিসেবে অংশগ্রহণ করেন। এই নিষেধাজ্ঞার ফলে তিনি আগামী ৫ বছর এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারবেন না। খেলতে পারবেন না টি–টেন লিগেও।

যদিও উসমানের এখনো আরব আমিরাতের জার্সিতে অভিষেক হয়নি। নিয়মানুযায়ী আরব আমিরাতের হয়ে খেলার যোগ্যতা অর্জন করতে সেখানে তিন বছর থাকতে হবে। উসমান আরব আমিরাতে গিয়েছেন তিন বছর হয়ে গেছে। কিন্তু এ সময়ে পিএসএল, বিপিএল খেলতে অনেক দিন তিনি আরব-আমিরাতের বাইরে ছিলেন। তাই প্রক্রিয়াটার মেয়াদ পূরণ হতে এখনো তার ১৪ মাস বাকি।

তবে উসমানের দাবি তিনি কোনো চুক্তি লঙ্ঘন করেননি। চুক্তিতে ৩০ দিনের নোটিশ পিরিয়ডের কথা উল্লেখ করেছেন তিনি।

পাকিস্তানের সংয়বাদমাধ্যমগুলো জানায়, পিএসএল শেষে উসমানের কাছে পাকিস্তানের হয়ে খেলার ইচ্ছের ব্যাপারে জানতে চেয়েছিল পিসিবি। উসমান ইতিবাচক উত্তর দেওয়ায় তাকে নিউজিল্যান্ড সিরিজের জন্য ফিটনেস ক্যাম্পে রাখা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বড় ভাইয়ের মৃত্যুর খবর শুনে মারা গেলেন ছোট ভাই

১৫ বছর পর বাংলাদেশ-পাকিস্তানের বৈঠক আজ

পাবিপ্রবিতে জাতীয় ব্যবসা উন্নয়নবিষয়ক সম্মেলন অনুষ্ঠিত

বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

ইসরায়েলি হামলা / আরও ৩৫ মৃত্যু, নতুন করে ঘরছাড়া ৫ লাখ মানুষ

১৭ এপ্রিল : আজকের নামাজের সময়সূচি

১৭ এপ্রিল : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

চবির পাঁচ শিক্ষার্থীসহ ছয়জনকে অপহরণ

ভারতীয় সুপ্রিম কোর্ট / হিন্দু বোর্ডে মুসলিম নেই, ওয়াকফ বোর্ডে হিন্দু থাকবে কেন?

পারমাণবিক বোমা প্রস্তুতির চূড়ান্ত পর্যায়ে ইরান!

১০

ক্লাসরুম ঠান্ডা রাখতে গোবরের প্রলেপ দিল্লি বিশ্ববিদ্যালয়ে!

১১

চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে কে কার মুখোমুখি?

১২

নব্য আওয়ামী লীগের রূপরেখা : ভারতের বার্তা ও নেতাদের পরিকল্পনা

১৩

সান সিরোতে মহাকাব্য, বায়ার্নকে টপকে সেমিতে ইন্টার

১৪

বার্নাব্যুর ম্যাজিকে কাজ হলো না, ঘরের মাঠে হেরে বিদায় রিয়ালের

১৫

নির্বাচন নিয়ে অস্পষ্টতা অপ্রয়োজনীয় বিতর্কের জন্ম দিচ্ছে : সাইফুল হক

১৬

ইসরায়েলিদের নিয়ে ব্রিটিশ রানির বিস্ফোরক মন্তব্য প্রকাশ্যে

১৭

পলিটেকনিক শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে যে আহ্বান জানাল ছাত্রশিবির

১৮

‘শোভাযাত্রার পেছনের শিল্পীদের বিদেশ থেকে হুমকি’

১৯

ইসরায়েলের স্বপ্নভঙ্গ : বাংলাদেশ দিল শেষ সিদ্ধান্ত

২০
X