স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৪, ১২:৩৫ পিএম
আপডেট : ০৬ এপ্রিল ২০২৪, ০১:২৬ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানের অনুশীলনে যোগ দিয়ে ক্রিকেটারের বড় শাস্তি

উসমান খান। ছবি : সংগৃহীত
উসমান খান। ছবি : সংগৃহীত

ক্রিকেট মাঠে বর্তমান অবস্থা ভালো না হলেও পাকিস্তান ক্রিকেট দল যে খেলাটির অন্যতম অভিজাত দল তাতে কোনো সন্দেহ নেই। দুবারের বিশ্বচ্যাম্পিয়নদের হয়ে খেলার জন্য মুখিয়ে থাকেন অনেকেই। তবে সবার কাছে এই সুযোগ আসে না। তেমনি একজন উসমান খান। বাবরদের সাথে খেলার ইচ্ছে তার আগেই ছিল, তবে সুযোগের অভাবে পাড়ি জমিয়েছিলেন আরব আমিরাতে। তবে এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে পাকিস্তান দলের ক্রিকেটার ফিটনেস ট্রেনিং সেশনের জন্য ডাক পেয়েই যোগ দিয়েছিলেন তিনি। কিন্তু নিজের এই স্বপ্ন পূরণের জন্য বড় ধরনের শাস্তির মুখোমুখি হতে যাচ্ছেন তিনি।

নিজ জন্মভূমি পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) আমন্ত্রণে ফিটনেস ট্রেনিং সেশনে যোগ দেওয়ার পরপরই ধারণা করা হয়েছিল বড় ঝামেলায় পড়তে যাচ্ছেন উসমান। সেই শঙ্কা সত্যি করেই শুক্রবার (৫ এপ্রিল) সংযুক্ত আরব আমিরাত ক্রিকেট বোর্ড এই ক্রিকেটারকে ৫ বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে ।

ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে ১৯ বছর বয়সী এই ক্রিকেটার আগামী ৫ বছর আরব আমিরাত ক্রিকেট বোর্ড (ইসিবি) আয়োজিত কোনো টুর্নামেন্টে খেলতে পারবেন না।

ইসিবির দেওয়া বিজ্ঞপ্তিতে আরও অভিযোগ তোলা হয় উসমান সংযুক্ত আরব আমিরাতের হয়ে খেলা নিয়ে মিথ্যা বর্ণনা দিয়েছে। সে আমিরাত কর্তৃক সুবিধা গ্রহণ করলেও সংযুক্ত আরব আমিরাতের হয়ে খেলতে হলে বাকি যে প্রক্রিয়া অনুসরণ করতে হবে, সেটা সে শেষ করতে চায় না।

উল্লেখ্য উসমান চলতি বছরে ইন্টারন্যাশনাল টি-টোয়েন্টি লিগে আরব আমিরাতের স্থানীয় ক্রিকেটার হিসেবে অংশগ্রহণ করেন। এই নিষেধাজ্ঞার ফলে তিনি আগামী ৫ বছর এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারবেন না। খেলতে পারবেন না টি–টেন লিগেও।

যদিও উসমানের এখনো আরব আমিরাতের জার্সিতে অভিষেক হয়নি। নিয়মানুযায়ী আরব আমিরাতের হয়ে খেলার যোগ্যতা অর্জন করতে সেখানে তিন বছর থাকতে হবে। উসমান আরব আমিরাতে গিয়েছেন তিন বছর হয়ে গেছে। কিন্তু এ সময়ে পিএসএল, বিপিএল খেলতে অনেক দিন তিনি আরব-আমিরাতের বাইরে ছিলেন। তাই প্রক্রিয়াটার মেয়াদ পূরণ হতে এখনো তার ১৪ মাস বাকি।

তবে উসমানের দাবি তিনি কোনো চুক্তি লঙ্ঘন করেননি। চুক্তিতে ৩০ দিনের নোটিশ পিরিয়ডের কথা উল্লেখ করেছেন তিনি।

পাকিস্তানের সংয়বাদমাধ্যমগুলো জানায়, পিএসএল শেষে উসমানের কাছে পাকিস্তানের হয়ে খেলার ইচ্ছের ব্যাপারে জানতে চেয়েছিল পিসিবি। উসমান ইতিবাচক উত্তর দেওয়ায় তাকে নিউজিল্যান্ড সিরিজের জন্য ফিটনেস ক্যাম্পে রাখা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তেঁতুলিয়ায় তীব্র শীত

আজ ঢাকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’

অকেজো হওয়ার পথে শিক্ষার্থী তামিমের হাত

ফিলিস্তিনের পক্ষে যুক্তরাষ্ট্রের ৩৭ শতাংশ ইহুদি

শসা খেলে কি আসলেই ওজন কমে? 

পাবনায় চরমপন্থি দলের সাবেক নেতাকে কুপিয়ে হত্যা

লেবানন থেকে ইসরায়েলে শত শত রকেট হামলা

জাতিসংঘের খাদ্য সংস্থায় চাকরি, আবেদন শেষ তারিখ ১ ডিসেম্বর

টিভিতে আজ যেসব খেলা দেখা যাবে

২৫ নভেম্বর: আজকের নামাজের সময়সূচি

১০

সোমবার ঢাকার যেসব এলাকায় মার্কেট বন্ধ

১১

২৫ নভেম্বর : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১২

মেঘনা গ্রুপে আকর্ষণীয় বেতনে চাকরির সুযোগ

১৩

ইবিতে বিভাগের নাম পরিবর্তনের দাবিতে প্রধান ফটক অবরোধ

১৪

যবিপ্রবিতে বৈদ্যুতিক গাড়ি নিয়ে রিসার্চ সেলের সেমিনার

১৫

ইবিতে চুরির অভিযোগে আটক ২

১৬

ঢাকা পলিটেকনিক-বুটেক্সের শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ২৮ জন ঢামেকে

১৭

নারায়ণগঞ্জে ধানক্ষেতে পড়েছিল অজ্ঞাত ব্যক্তির মরদেহ

১৮

খানসামা উপজেলা ছাত্র অধিকার পরিষদের কমিটি গঠন

১৯

সোমবার বন্ধ থাকবে ঢাকা কলেজ

২০
X