মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ২ আশ্বিন ১৪৩১
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩১ মার্চ ২০২৪, ০৪:২৬ পিএম
আপডেট : ৩১ মার্চ ২০২৪, ০৪:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

শতকবিহীন ইনিংসে লঙ্কানদের বিশ্বরেকর্ড

লঙ্কানদের রান পাহাড়ের চাপে থেকেই ব্যাটিং শুরু করবে বাংলাদেশ। ছবি : সংগৃহীত
লঙ্কানদের রান পাহাড়ের চাপে থেকেই ব্যাটিং শুরু করবে বাংলাদেশ। ছবি : সংগৃহীত

চট্টগ্রামে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার দ্বিতীয় ও শেষ টেস্টের খেলায় রীতিমতো রান পাহাড়ে চড়ে বসেছে সফরকারী শ্রীলঙ্কা। বাংলাদেশের বাজে ফিল্ডিং আর ব্যাটিং সহায়ক পিচে স্বাগতিক বোলারদের কাঁদিয়ে ৫০০ রানের মাইলফলক পার করে দ্বীপ রাষ্ট্রের বাসিন্দারা। যখন মনে হচ্ছিল সহজেই তাদের রান ৬০০ পার হবে তখনই টানা কয়েকটি নিয়ে অবশেষে লঙ্কানদের অলআউট করতে সক্ষম হয় টাইগাররা। অবশ্য তার আগেই রান পাহাড় তৈরি করে ফেলেছে লঙ্কানরা।

রোববার (৩১ মার্চ) চট্টগ্রামের সাগরিকায় জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়ামে টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচ ১৫৯ ওভারে ৫৩১ রানে অলআউট হয়েছে লঙ্কানরা। সফরকারীদের পক্ষে কুশাল মেন্ডিস করেন ৯৩ রান। এ ছাড়াও আগের টেস্টে দ্বিশতক হাঁকানো কামিন্দু মেন্ডিসের ব্যাট থেকে আসে অপরাজিত ৯২ রান। বাংলাদেশের পক্ষে সাকিব আল হাসান নেন সর্বোচ্চ ৩টি উইকেট নেন।

চা-বিরতির পর ব্যাটিংয়ে নেমে একদিক থেকে রানের চাকা ঠিকই বাড়াতে থাকেন ৫৪ রানে অপরাজিত থাকা কামিন্দু মেন্ডিসকে। বিশ্বা ফার্নান্দোকে নিয়ে ধীরে ধীরে রান বাড়াতে থাকেন তিনি। অবশ্য তার ইনিংস আরো আগেই শেষ হতে পারত। তবে আবারও বাংলাদেশের বাজে ফিল্ডিংয়ের কল্যানে ৬০ রানে জীবন পান তিনি।

জীবন পেয়ে তা ভালোই কাজে লাগিয়েছেন তিনি। পেয়ে যেতে পারতেন টানা তৃতীয় শতকও।

দশম উইকেটে তার সঙ্গে ব্যাটে ছিলেন পেসার আসিথা ফার্নান্দো। তাই ঝুঁকি না নিতে তাইজুল ইসলামের করা ওভারের শেষ ডেলিভারিতে সিঙ্গেল রান নিতে যান কামিন্দু। যাতে সাড়া দিতে গিয়ে নন-স্ট্রাইকে থাকা আসিথা রানআউটের ফাঁদে পড়েছেন। ফলে ৯২ রানে অপরাজিত থেকে ফিরতে হয় কামিন্দুকে, এতে আরও একটি সেঞ্চুরির আক্ষেপ নিয়ে ইনিংস শেষ হলো সফরকারীদের। এর আগে দ্রুত তিন অঙ্কের ঘরে পৌঁছাতে কামিন্দু তাইজুলের ওভারটিতে দুটি ছয় হাঁকিয়েছেন।

অবশ্য কামিন্দু শতক না পাওয়ায় একটি রেকর্ডও হয়েছে। বাংলাদেশকে রানের পাহাড়ে চাপা দিলেও দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে লঙ্কান ব্যাটারদের কেউ সেঞ্চুরির দেখা পাননি। তাদের হয়ে অর্ধশতক পূর্ণ করেছেন ছয়জন ব্যাটার। আর এর মাধ্যমেই সেঞ্চুরিবিহীন এক ইনিংসে সর্বোচ্চ রানের রেকর্ড গড়ল ধনাঞ্জয় ডি সিলভার দল। এর আগে ১৯৭৬ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারত টেস্টের এক ইনিংসে ৫২৪ রান করেছিল। যা ছিল কোনো ব্যাটারের সেঞ্চুরি ছাড়া টেস্ট ইনিংসে সর্বোচ্চ রানের রেকর্ড। সেটি টপকে আরও ৭ রান বেশি করেছে লঙ্কানরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালবেলায় সংবাদ প্রকাশের পর প্রতিবন্ধী রনি পেল হুইল চেয়ার

শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার হতে হবে : আবু হানিফ

ক্রীড়াবিদ শওকত আলীর স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল

শাহরিয়ার কবির গ্রেপ্তার

সাবেক রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন গ্রেপ্তার

রাসূল (স.) আদর্শ ধারণ করে নিজেকে গড়ে তুলতে হবে

ঝিনাইদহে নাশকতা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

সাবেক রেলমন্ত্রী সুজনের গ্রেপ্তারের খবরে বিএনপির আনন্দ মিছিল

মানিকগঞ্জে ধলেশ্বরী নদী থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

ভূমি উপদেষ্টার পরিদর্শন, হয়রানি ছাড়া নামজারি খতিয়ান পেয়ে উৎফুল্ল নাজিম  

১০

চট্টগ্রামে জশনে জুলুশে মানুষের ঢল  

১১

বন্যা পরবর্তী প্রাণী চিকিৎসায় বাকৃবি শিক্ষার্থীরা

১২

‘দুনিয়া ও আখিরাতে মুক্তির জন্য রাসুল (সা.)-এর আদর্শ অনুসরণ করতে হবে’

১৩

নার্সের ভুলে ৩ দিনের শিশুর মৃত্যুর অভিযোগ

১৪

‘স্মরণকালের সবচেয়ে বড় গণসমাবেশ’ করার প্রস্তুতি বিএনপির

১৫

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

১৬

রাত ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

১৭

সিরাজগঞ্জে কবরস্থানে মিলল অস্ত্র ও গুলি

১৮

সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জামায়াতের নায়েবে আমিরের মতবিনিময়

১৯

২৮ থেকে ৪২তম বিসিএসের বঞ্চিত সেই ক্যাডাররা ফের বঞ্চনার শিকার

২০
X