৪৮তম ওভারের বোলিং করতে এসে কিছুটা অস্বস্তিতে ভুগতেছিলেন মুস্তাফিজুর রহমান। রানআপ ঠিক করে প্রথম বল করতে এসে ওয়াইড দেন তিনি। সঙ্গে সঙ্গে পায়ে টান লেগে থমকে দাঁড়ান ফিজ। ব্যথায় কাতরাতেও দেখা গেছে বাঁ হাতি পেসারকে। হাসান মাহমুদের কাঁধে ভর করে কিছুক্ষণ দাঁড়ানও তিনি। কিন্তু হাঁটতে না পারায় পরে স্ট্রেচারে করে মাঠ থেকে নিয়ে যাওয়া হয় তাকে। এরপর সৌম্য সরকার ও জাকের আলি অনিকও ব্যথা নিয়ে মাঠ ছাড়েন।
৯ ওভারে ৩৯ রান দিয়ে দুই উইকেট নেন মুস্তাফিজ। শেষ ওভার করতে গিয়ে বাঁ পায়ে চোটে মাঠ ছাড়েন তিনি। অবশ্য নিজের নবম ওভারের মাঝেই চোট পেয়েছিলেন তিন। প্রাথমিকভাবে ক্র্যাম্প হয়েছে বলে খবর পাওয়া গেছে। তবে বিষয়টি কতটা গুরুতর তা এখনো জানা যায়নি।
মুস্তাফিজ মাঠ ছাড়ার পর ওই ওভার করতে আসেন সৌম্য সরকার। প্রথম বলেই তিনি ফেরান মহেশ থিকসানাকে। ওই ওভার শেষে পায়ে ব্যথা পেয়ে মাঠ ছাড়েন সৌম্যও। তবে ইনিংসের শেষ ওভারে ক্যাচ নিতে গিয়ে এনামুল হক বিজয়ের সঙ্গে আঘাতে স্ট্রেচারে মাঠ ছাড়েন জাকের আলি অনিক।
৪৯ ওভারে পায়ে পা লেগে পড়ে যান সৌম্য। এ সময় পায়ে আঘাত লেগেছ মনে হলেও জানা যায় আঘাত ঘাড়ে। সঙ্গে সঙ্গে মাঠ ছেড়ে যান তিনি।
এরপর তাসকিন আহমেদের করা শেষ ওভারে বড় শট খেলতে গিয়েছিলেন প্রমোদ মাদুশান। ক্যাচ উঠেছিল শর্ট বলে ক্যাচ তুলেছিলেন প্রমোদ মাদুশান। সেটি নেওয়ার পথে সংঘর্ষ হয়ে গেল এনামুল ও বদলি ফিল্ডার জাকেরের। এনামুল অবশ্য বল হাতছাড়া করেননি। বাধ্য হয়েই ডাকতে হলো স্ট্রেচার। মাঠ ছাড়তে হলো জাকের আলি অনিককেও। এর আগে ফিল্ডিং করতে গিয়ে চোট পেয়ে উঠে গেছেন সৌম্য সরকারও।
বাংলাদেশের ব্যাটিংয়ের শুরুতে জানা গেছে, সৌম্যর কনকাশন সাব হিসেবে ওপেনিং করবেন তানজিদ হাসান তামিম।
মন্তব্য করুন