কুমিল্লা-বরিশালের ফাইনাল ম্যাচ দিয়ে পর্দা নামল বিপিএলের দশম আসরের। এখন পর্যন্ত অধরা শিরোপা অবশেষে নিশ্চিত হলো ফরচুন বরিশালের। বরিশালের শিরোপা নিশ্চিতের সাথে এই বিপিএলের সেরা পাঁচ রান সংগ্রাহক ইতিমধ্যেই নিশ্চিত হয়েছে। এবারও বিপিএলের রান সংগ্রহের দিক থেকে এগিয়ে বাংলাদেশের ক্রিকেটাররাই। আসরের মাঝ পর্যন্তও দেশিদের পারফরম্যান্স নিয়ে সমর্থকদের কণ্ঠে আক্ষেপ ঝরলেও আসরের শেষপ্রান্তে এসে পরিসংখ্যান বলছে, নিজেদের খুঁজে পেয়ে আসল সময়ে তারা ঠিকই নিজেদের কাজটা ঠিকঠাক করেছেন।
আসরের সেরা পাঁচ রান সংগ্রাহকের তালিকার সবাই বাংলাদেশি। চ্যাম্পিয়ন বরিশাল দলের দলপতি তামিম ইকবাল হয়েছেন এবারের আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক। চলতি আসরের সেরা রান সংগ্রাহক হওয়ার পাশাপাশি বিপিএলের এক মৌসুমে নিজের সর্বোচ্চ রানের রেকর্ডও ভেঙেছেন তামিম। তালিকার সেরা পাঁচে আছেন তার সতীর্থ মুশফিকুর রহিমও।
এক নজরে বিপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহক
তামিম ইকবাল
ম্যাচ : ১৪
রান : ৪৯২
ব্যাটিং গড় : ৩৪.৮৪
স্ট্রাইক রেট : ১২৫.৪৮
সর্বোচ্চ : ৭১
তাওহিদ হৃদয়
ম্যাচ : ১৩
রান : ৪৬২
ব্যাটিং গড় : ৪০.৬৩
স্ট্রাইক রেট : ১৪৯.৪৯
সর্বোচ্চ : ১০৮*
তানজিদ হাসান তামিম
ম্যাচ : ১২
রান : ৩৮৪
ব্যাটিং গড় : ৩২
স্ট্রাইক রেট : ১৩৫.৬৮
সর্বোচ্চ : ১১৬
মুশফিকুর রহিম
ম্যাচ : ১৪
রান : ৩৮০
ব্যাটিং গড় : ৬৮*
স্ট্রাইক রেট : ১২৩.৫৬
লিটন কুমার দাস
ম্যাচ : ১৩
রান : ৩৭৫
ব্যাটিং গড় : ২৮.৮৪
স্ট্রাইক রেট : ১৩০.৬৬
সর্বোচ্চ : ৮৫
সর্বোচ্চ : ৬৮*
মন্তব্য করুন