নতুন বছরের জন্য ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বোর্ডের নিয়মনীতি না মানা এবং ঘরোয়া ক্রিকেটে না খেলায় নতুন তালিকা থেকে বাদ পড়েছেন শ্রেয়াস আইয়ার ও ইশাস কিশান। ভারতের প্রথম শ্রেণির ক্রিকেট রঞ্জি ট্রফিতে খেলতে বলা হয়েছিল আইয়ারকে। কিন্তু পূর্ণ ফিট থাকার পরও মুম্বাইয়ের জার্সিতে খেলেননি ডানহাতি এই ব্যাটার। অন্যদিকে আফগানিস্তান সিরিজের জন্য ছুটি চেয়েছিলেন ইশান কিশান। কিন্তু দুবাইয়ে যোগ দেন একটি রিয়েলিটি শোতে। ফলে দুজনকেই চুক্তি থেকে বাদ দেয় বিসিবিআই। ক্রিকেটারদের সর্বমোট চারটি ভাগে নতুন বার্ষিক চুক্তির আওতায় রাখা হয়েছে। গ্রেড এ+ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটাররা বেতন পাবেন বছরে ৭ কোটি রুপি। অন্য তিন ক্যাটাগরিতে থাকা ক্রিকেটাররা বছরে বেতন পান যথাক্রমে ৫ কোটি, ৩ কোটি এবং ১ কোটি রুপি বেতন। চার ক্যাটাগরিতে রাখা হয়েছে ৩০ জন ক্রিকেটারকে। কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটাররা হচ্ছেন--
গ্রেড এ+ (বছরে ৭ কোটি রুপি) বিরাট কোহলি, রোহিত শর্মা, রবীন্দ্র জাদেজা, জাসপ্রিত বুমরাহ গ্রেড এ (বছরে ৫ কোটি রুপি) লোকেশ রাহুল, রবিচন্দ্রন অশ্বিন, শুভমন গিল, হার্দিক পান্ডিয়া, মোহাম্মদ সিরাজ, মোহাম্মদ শামি গ্রেড বি (বছরে ৩ কোটি রুপি) ঋষভ পান্ত, সূর্যকুমার যাদব, যশস্বী জয়সওয়াল, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব গ্রেড সি (বছরে ১ কোটি রুপি) রুতুরাজ গায়কোয়াড়, রিঙ্কু সিং, শার্দূল ঠাকুর, তিলক ভার্মা, রবি বিষ্ণোই, শিভাম দুবে, ওয়াশিংটন সুন্দর, জীতেশ শর্মা, সঞ্জু স্যামসন, মুকেশ কুমার, শ্রীকর ভরত, আর্শদীপ সিং, আভেশ খান, প্রসিদ্ধ কৃষ্ণ, রজত পতিদার
চলমান ইংল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত খেলেছেন সরফরাজ খান ও ধ্রুব জুরেল। কিন্তু বিসিবিআইয়ের নিয়মের কারণে কেন্দ্রীয় চুক্তিতে রাখা যায়নি তাদের। ভারতীয় ক্রিকেট বোর্ডের নিয়মে রয়েছে, নির্দিষ্ট সময়ের মধ্যে জাতীয় দলের হয়ে ৩ টেস্ট অথবা ৮ ওয়ানডে অথবা ১০ টি-টোয়েন্টি ম্যাচ খেললে কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পাওয়া যায়। সরফররাজ এবং ধ্রুব, এখন পর্যন্ত দুটি টেস্ট খেলেছেন। তবে বিসিসিআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের পঞ্চম টেস্টের একাদশে দুজন স্থান পেলেই, নিয়ম অনুযায়ী কেন্দ্রীয় চুক্তির গ্রড-সি ক্যাটাগরিতে নাম উঠবে তাদের।
মন্তব্য করুন