২১ বলে সেঞ্চুরি! ২৭ বলে অপরাজিত ১২৮ রান। এমনই এক বিধ্বংসী ইনিংসের দেখা মিলেছে স্পেনে অনুষ্ঠিত ইউরোপিয়ান টি-টেন টুর্নামেন্টে। অতিমানবীয় এই সেঞ্চুরিতে সব থেকে কম বলে সেঞ্চুরির বিশ রেকর্ড গড়েছেন আসজাদ বাট। টি-টেন ক্রিকেটে ২১ বলের চেয়ে কম বলে সেঞ্চুরির নজির নেই কারও।
বুধবার (২১ ফেব্রুয়ারি) স্পেনের বার্সোলোনার মন্টজুইক অলিম্পিক গ্রাউন্ডে অনুষ্ঠিত কাতালুনিয়া ড্রাগনস ও সোহেল হসপিটলেটের ম্যাচে ২১ বলে সেঞ্চুরির ঘটনাটি ঘটেছে। যেখানে চার-ছক্কায় দ্রুততম সেঞ্চুরির বিশ্ব রেকর্ডটি করেন হসপিটলেট অধিনায়ক আসজাদ।
প্রথমে ব্যাটিং করে ১০ ওভারে ৪ উইকেটে হারিয়ে ১৫৫ রান তোলে কাতালুনিয়া ড্রাগস। বিশাল সংগ্রহ গড়ার পথে অধিনায়ক আদিল শাহ ২৮ বলে ৩টি চার ও ৮টি ছক্কায় ৭১ রানের ঝোড়ো ইনিংস খেলেন। আরেক ব্যাটার সুফিয়ান ইলাহি ৮টি ছক্কার আগ্রাসী ব্যাটিংয়ে ২১ বলে ৫৭ রানের ক্যামিও খেলেন।
in just 21 balls! Asjad Butt sets a new ECN record!#EuropeanCricket #EuropeanCricketSeries #StrongerTogether pic.twitter.com/bg4A70KZU8 — European Cricket (@EuropeanCricket) February 22, 2024
১৫৬ রানের পাহাড়সম লক্ষ্য তাড়ায় রীতিমতো ধ্বংসযজ্ঞ চালিয়েছে সোহেল হসপিটলেট। কাতালুনিয়ার বিশাল টার্গেট মাত্র ৫.৩ ওভারে টপকে যায় তারা। কোনো উইকেট না হারিয়ে জয়ের বন্দরে পৌছে যায় হসপিটলেট। ইনিংস উদ্বোধন করতে নেমে মাত্র ২১ বলে ব্যক্তিগত সেঞ্চুরি তুলে নেন আসজাদ বাট। শেষ পর্যন্ত ২৭ বলে ১২৮ রানের অবিশ্বাস্য ইনিংস খেলেন হসপিটলেট অধিনায়ক।
টি-টেন প্রতিযোগিতায় সার্বিকভাবে সবচেয়ে কম বলে সেঞ্চুরির বিশ্বরেকর্ড গড়লেন আসজাদ। অতিমানবীয় ইনিংস খেলার পথে ৪টি চার ও ১৮টি ছক্কা মারেন তিনি। এদিন ২৭টি বলের মুখোমুখি হন আসজাদ। এর মধ্যে ২২টি বলকে চার-ছক্কায় পরিণত করেন সোহেল হসপিটলেট অধিনায়ক।
মন্তব্য করুন