ক্রিকেটার হওয়ার স্বপ্নে উত্তরপ্রদেশ থেকে মুম্বাইতে পাড়ি জমিয়েছিলেন যশস্বী জয়সওয়াল। ছিল না মাথা গোঁজার মতো স্থায়ী ঠিকানা। অসংখ্য রাত কাটান তাঁবুতে। দুবেলা খাবার জোগাতে ফুচকাও বিক্রি করতে হয়েছিল এই বাঁহাতি ওপেনারকে। কিন্তু তার ইচ্ছাশক্তি দমেনি কখনো। প্রথমে ভারত অনূর্ধ্ব-১৯ দল। এরপর জায়গা করে নিয়েছেন দেশটির মূল দলে। জীবনের নানা প্রতিবন্ধকতা জয় করা তাঁবুতে ঘুমানো জয়সওয়াল এবার মুম্বাইয়ে কিনলেন ৭ কোটি টাকার বিলাসবহুল বাড়ি।
মুম্বাইয়ের অভিজাত শহর বান্দ্রাতে বিলাসবহুল বাড়িটি কিনেছেন জয়সওয়াল৷ বান্দ্রার পূর্ব টেন বিকেসি প্রজেক্টে মোট ৭ কোটি ১০ লাখ টাকা খরচে ১১১০ বর্গ ফিটের বাডি কিনেন এই বাঁহাতি ওপেনার। ভারতীয় ওপেনারের বাড়ি কেনার তথ্য সামনে এনেছে রিয়েল এস্টেট ডেটাবেস কোম্পানি জাপকি।
২০২৪ সালের ৭ জানুয়ারি বিলাসবহুল বাড়ি কেনার ডিলটি স্বাক্ষর করেন জয়সওয়াল। রিয়েল স্টেট কোম্পানি আদানি রিয়েলটির কাছ থেকে মাথা গোঁজার ঠিকানা ক্রয় করেন ভারতীয় টেস্ট ওপেনার৷
উত্তর প্রদেশের বাদোহির শহরে বসবাস করতেন জয়সওয়াল। ক্রিকেট হওয়ার স্বপ্নে মুম্বাইতে পাড়ি জমিয়েছিলেন তিনি। মুম্বাই শহরে আসলেও চরম অর্থকষ্টে জীবন কাটাতেন জয়সওয়াল। এরপর আজাদ ময়দানে কোচ জোয়ালা সিংয়ের চোখে পড়তেই জীবন পাল্টে যায় তার। ক্রিকেট প্রতিভা দেখিয়ে জায়গা করে নিয়েছেন ভারত দলে। এ ছাড়া আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে দারুণ খেলছেন জয়সওয়াল।
২০১৬ সালে রেডিয়াস এস্টেটের থেকে প্রকল্পটির মালিকানা কিনে নেয় আদানি রিয়েলটি। বান্দ্রা কুর্লা কমপ্লেক্সে বাড়িটির প্রতি বর্গফুটের মূল্য পড়েছে প্রায় ৬৩ হাজার টাকা।
মন্তব্য করুন