স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:২৬ পিএম
আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:২৭ পিএম
অনলাইন সংস্করণ

রাজকোটে ইংলিশদের বিরুদ্ধে রোহিতদের রেকর্ড জয়

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

রাজকোটে ভারত ও ইংল্যান্ডের মধ্যকার তৃতীয় টেস্টের দ্বিতীয় দিন পার হওয়ার পর মনে হচ্ছিল ভারতের চেয়ে সফরকারী ইংলিশরাই এগিয়ে আছে। তবে দুই দিনের মধ্যেই সেই চিত্র সম্পূর্ণ পাল্টে গেল। যেন লড়াই করাই ভুলে গেল বাজবলের ধারকরা। যার ফলে ইংলিশদের রেকর্ড ব্যবধানে হারিয়ে চার দিনেই রাজকোট টেস্ট জিতে নিল স্বাগতিকরা।

রোববার (১৮ ফেব্রুয়ারি) রাজকোটে ভারত ও ইংল্যান্ডের মধ্যকার তৃতীয় টেস্টের চতুর্থ দিনে ভারতের দেওয়া ৫৫৭ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে দ্বিতীয় ইনিংসে মাত্র ১২২ রানে অলআউট হয় ইংল্যান্ড। আর এর ফলে ভারত তাদের ৫৭৭ টেস্টের ইতিহাসে রানের ব্যবধানে সবচেয়ে বড় জয় পায়। ৪৩৪ রানের বড় এই জয়ের আগে ২০২১ সালে নিউজিল্যান্ডসের বিপক্ষে ৩৭২ রানের জয়টি ছিল ভারতের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ রানের ব্যবধানে জয়ের রেকর্ড।

তৃতীয় দিন শেষেই টেস্টে শক্ত অবস্থানে ছিল ভারত চতুর্থ দিনে যা তারা একেবারে সফরকারীদের ধরাছোঁয়ার বাইরে নিয়ে যায়। যদিও সকালের সেশনে অনাকাঙ্ক্ষিতভাবে শতক থেকে দশ রান দূরে থাকতে ভুল বোঝাবুঝিতে রান আউট হন শুভমান। ২৭ রান করে আউট হন নাইটওয়াচ ম্যান কুলদীপ।

পিঠের চোটে তৃতীয় দিন শেষ দিকে রিটায়ার্ট হার্ট হয়ে উঠে যাওয়া যশস্বী জয়সওয়াল চতুর্থ দিন শুভমান আউট হওয়ার পরে ব্যাট করতে নামেন তিনি। দেখে মনে হয়নি, পিঠে কোনো সমস্যা হচ্ছে। শুরু থেকে সেই একই মেজাজ। তার সঙ্গে সাবলীল ব্যাটিং শুরু করেন সরফরাজ খান। প্রথম ইনিংসের মতোই ব্যাট করছিলেন তিনি। দুই ব্যাটার মিলে দলের রানকে ইংল্যান্ডের ধরাছোঁয়ার বাইরে নিয়ে যান।

একমাত্র ভারতীয় ব্যাটার হিসাবে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে দুটি ডাবল সেঞ্চুরি করেন জয়সওয়াল। একইসঙ্গে তৃতীয় ভারতীয় ব্যাটার হিসাবে পর পর দুটি ডাবল সেঞ্চুরি করলেন তিনি। আগে এই রেকর্ড ছিল বিনোদ কাম্বলি ও বিরাট কোহলির দখলে। প্রথম ভারতীয় হিসেবে নিজের প্রথম ৩টি শতরানেই ১৫০-র বেশি রানে নিয়েছেন ২২ বছর বয়সী এ ব্যাটার।

জয়সওয়ালের পাশাপাশি আক্রমণাত্মক ব্যাটিং করছিলেন সরফরাজও। তিনিও শতরানের দিকে এগোচ্ছিলেন। কিন্তু এই ইনিংসেও তার শতরান হলো না। কারণ ৪ উইকেটে ৪৩০ রানের মাথায় ডিক্লেয়ার করে দেন অধিনায়ক রোহিত। ফলে জয়সওয়াল ২১৪ ও সরফরাজ ৬৮ রানে অপরাজিত থাকেন।

৫৫৭ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ছন্নছাড়া ছিল ইংল্যান্ড। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান বেন ডাকেট রান আউট হন। রান পাননি জ্যাক ক্রলি, ওলি পোপ, জো রুট ও জনি বেয়ারস্টো। বেন স্টোকস কিছুটা চেষ্টা করলেও পারেননি। ৫০ রানে ৭ উইকেট পড়ে যায় ইংল্যান্ডের। রবীন্দ্র জাডেজা ও কুলদীপের স্পিন জুটিকে সামলাতে হিমশিম খাচ্ছিলেন ইংরেজ ব্যাটারেরা।

অষ্টম উইকেটে কিছুটা জুটি বাঁধেন বেন ফোকস ও টম হার্টলি। মার্ক উড শেষে বেশ কয়েকটি বড় শট খেলেন। কিন্তু ভারতীয়দের বোলিং তোপে ইংলিশরা ৪০ ওভারও খেলতে পারেনি। ৩৯.৪ ওভারে ইংলিশদের গুঁড়িয়ে দিয়ে জয় নিয়ে মাঠ ছাড়ে রোহিতরা। বাজবল যুগে প্রথমবার এত বড় ব্যবধানে হারল ইংল্যান্ড। ৪০০ রানের অধিক ব্যবধানে তারা সর্বশেষ হেরেছিল ২০১৫ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে। আর ভারতের বিপক্ষে এর আগে ২০২১ সালে সর্বোচ্চ ৩১৭ রানের ব্যবধানে হারের রেকর্ড ছিল ইংলিশদের। দ্বিতীয় ইনিংসে ভারতের হয়ে একাই ৫ উইকেট নেন জাদেজা।

হায়দরাবাদে প্রথম টেস্ট হারের পর বিশাখাপতনাম ও রাজকোটে জয় তুলে পাঁচ ম্যাচ সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল ভারত। সিরিজের চতুর্থ টেস্ট আগামী ২৩ ফেব্রুয়ারি রাঁচিতে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিন দেশের রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপির বৈঠক

নিউজিল্যান্ডে নৌবাহিনীর জাহাজডুবি, ৭৫ নাবিককে উদ্ধার

জুয়ার টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব, যুবককে কুপিয়ে হত্যা

তারেক রহমানের সব মামলা আইনিভাবে মোকাবিলা করা হবে : কায়সার কামাল

পূর্বাঞ্চলে বন্যায় ক্ষতির পরিমাণ সাড়ে ১৪ হাজার কোটি টাকা: সিপিডি

সন্ধ্যার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

স্প্যানিশ তারকার কান্নায় মাটি জয়ের আনন্দ

ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়েও আসামি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সিয়াম

মধ্যপ্রাচ্যে কত সেনা মোতায়েন রেখেছে যুক্তরাষ্ট্র?

ইমন হত্যা / আ.লীগের আরও ২ নেতা গ্রেপ্তার

১০

ঢাকা মেডিকেলে অনেক লাশের মধ্যে পড়ে ছিল শহীদ রনির লাশ 

১১

এমন বৃষ্টি আর কতদিন?

১২

ইসরায়েলকে প্রতিশোধের রাস্তা দেখিয়ে দিলেন ট্রাম্প

১৩

মসজিদ টার্গেট করে চালানো হচ্ছে বিমান হামলা

১৪

আর এক জয় দূরে মেসির মায়ামি!

১৫

নির্যাতনের তথ্য চেয়ে আ.লীগের বিশেষ বার্তা

১৬

পূজায় বুড়িমারীতে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে ৬ দিন

১৭

প্রতি সপ্তাহে সহায়তা দেবে জুলাই ফাউন্ডেশন : প্রধান উপদেষ্টার প্রেস সচিব

১৮

আন্দোলনে অস্ত্র উঁচিয়ে গুলি, সেই যুবলীগ নেতা গ্রেপ্তার

১৯

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে যমুনা গ্রুপ

২০
X