নিজের বাড়িতে বড় ধরনের চুরির শিকার হলেন যুবরাজ সিং। ভারতের সাবেক অলরাউন্ডারের হারিয়ানার পঞ্চকুলার বাসা থেকে নগদ অর্থ-স্বর্ণালঙ্কার চুরি করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় বাড়ির কর্মকর্তারা জড়িত আছেন বলে সন্দেহ প্রকাশ করেছেন তার মা শুভনাম সিং।
হারিয়ানা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছে যুবরাজের পরিবার। অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, বাড়ি থেকে নগদ ৭৫ হাজার টাকা এবং একাধিক সোনার গহনা চুরি হয়েছে। পুলিশের তরফ থেকে ঘটনাটির সঠিক তদন্ত শুরু হয়েছে। তবে এখন পর্যন্ত কাইকে চুরির ঘটনায় গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। সন্দেহের তালিকায় রয়েছেন যবরাজের বাড়িতে কাজ করা ললিতা দেবী সাকেতদি এবং রাঁধুনী শিলদার পাল।
২০২৩ সাল থেকে হারিয়ানা রাজ্যের পঞ্চকুলার এমডিসি সেক্টর ৫ এর বাসায় থাকছে যুবরাজের পরিবার। গারগাঁও থেকে এই বাড়িতে বসবাস করছেন যুবরাজের মা শুভনাম সিং।
যুবরাজের মা জানান, ২০২৩ সালের সেপ্টেম্বর মাস থেকে পঞ্চকুলার বাড়িতে বসবাস করছেন তিনি। কিছুদিনের জন্য বাইরে বেড়াতে গিয়েছিলেন। ২০২৩ সালের ৫ অক্টোবর পঞ্চকুলার বাড়িতে ফিরে আসেন। এরপর দেখেন, প্রায় ২ লক্ষ টাকার সোনার গহনা এবং ৭৫ হাজার টাকা চুরি হয়েছে। বাড়ির প্রথম ফ্লোরের একটি ঘরের কাবার্ড থেকে চুরি হয়েছে দামি অলঙ্কারগুলো।
এর আগে বাসায় চুরির অভিযোগ এনেছিলেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। ২০২৩ সালের ১১ ফেব্রুয়ারি ঠাকুরপুকুর থানায় চুরির অভিযোগ করেছিলেন প্রিন্স অব কলকাতা। তিনি জানিয়েছিলেন, বাসা থেকে মোবাইল ফোন ও ব্যক্তিগত বিভিন্ন তথ্য চুরি হয়েছে। এ বিষয়ে যথাযোগ্য ব্যব্স্থা নেওয়ার কথা জানায় রাজ্য পুলিশ।
মন্তব্য করুন