বয়সের কোটা ৪০ বছর হলে অবসর বা কোচিং পেশায় যুক্ত হন ক্রিকেটাররা। সেখানে সম্পূর্ণ আলাদা এক নাম জেমস অ্যান্ডারসন। ৪১ বছর বয়সেও বল হাতে ছুটে চলছেন এই ইংলিশ পেসার। টেস্ট ক্রিকেটে পেস বোলার হিসেবে সর্বোচ্চ উইকেট শিকারিও এই ডানহাতি পেসার। তবে এবার এক লজ্জার রেকর্ডে নিজের নাম তুললেন ইংলিশ কিংবদন্তি।
টেস্টের ইতিহাসে সবচেয়ে খরুচে বোলারের তালিকায় নাম লিখিয়েছেন অ্যান্ডারসন। ভারতের সাবেক অধিনায়ক অনিল কুম্বলের কাছ থেকে অনাকাঙ্ক্ষিত রেকর্ড কেড়ে নিলেন ইংলিশ স্পিনার।
শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সৌরাষ্ট্রের রাজকোট টেস্টের তৃতীয় দিনে সবচেয়ে বেশি রান হজম করা বোলারের তালিকায় শীর্ষে উঠলেন অ্যান্ডারসন। ভারতীয় লেগ স্পিনার কুম্বলেকে মুক্ত করে বেশি রান হজম করা বোলার হলেন ইংলিশ পেসার।
২০০৩ সাল থেকে এখন পর্যন্ত ১৮৫টি টেস্ট ম্যাচ খেলেছেন অ্যান্ডারসন। ৩৪৪ ইনিংস বোলিং করেছেন ডানহাতি পেসার। ১৮ হাজার ৩৭১টি রান খরচ করেছেন ৪১ বছর বয়সী বোলার। আর তাতে কুম্বলের ১৮ হাজার ৩৫৫ রান হজমকে টপকে গেলেন অ্যান্ডারসন।
অনিল কুম্বলে ১৩২টি টেস্ট ম্যাচে ভারতের হয়ে মাঠে নামেন। ২৩৬ ইনিংসে বোলিং করেন এই লেগ স্পিনার। এসময়ে ব্যাটারদের কাছে ১৮ হাজার ৩৫৫ রান দিয়েছেন ভারতের এই সাবেক অধিনায়ক।
সাদা পোশাকে সবচেয়ে বেশি রান দিলেও উইকেট শিকারে সবাইকে টপকে গেছেন অ্যান্ডারসন। টেস্ট ক্রিকেটের ইতিহাসে পেসার হিসেবে সর্বোচ্চ ৬৯৬টি উইকেট শিকার করেছেন এই ইংলিশ পেসার। এ ছাড়া সর্বোচ্চ উইকেট শিকারের তালিকায় তৃতীয়স্থানে আছেন অ্যান্ডারসন।
টেস্ট ক্রিকেটে ৮০০ উইকেট নিয়ে প্রথম স্থানে আছেন শ্রীলঙ্কান কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরন। দ্বিতীয়স্থানে থাকা অস্ট্রেলিয়ান কিংবদন্তি শেন ওয়ার্নের শিকার ৭০৮ উইকেট। চলমান ভারত সিরিজেই অজি লেগ স্পিনারকে পেছনে ফেলার বিরাট সম্ভাবনা রয়েছে অ্যান্ডারসনের।
মন্তব্য করুন