রাজকোটে প্রথম ইনিংসে ব্যাটিং শুরুর আগেই স্কোরবোর্ডে ৫ রান ছিল ইংল্যান্ডের। ভারতের ইনিংসে প্রথম দিনে উইকেটের ‘সুরক্ষিত অঞ্চল’ দিয়ে দৌড়ান রবীন্দ্র জাদেজা। আজ শুক্রবার দ্বিতীয় দিনে একই ভুল করলেন রবিচন্দ্রন অশ্বিন। আর তাতে ইংল্যান্ডকে পেনাল্টিতে ৫ রান উপহার দিলেন আম্পায়াররা।
শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সৌরাষ্ট্র ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় দিনে বিনা উইকেটে ৫ রান নিয়ে ব্যাটিংয়ে নামে ইংল্যান্ড। ক্রিকেট পিচের সুরক্ষিত জায়গা দিয়ে দৌড়ানোয় ভারতকে ৫ রান জরিমানা করেন ফিল্ড আম্পায়ার।
রবীন্দ্র জাদেজাকে পিচ মাড়ানোয় সতর্ক করেছিলেন ফিল্ড আম্পায়ার। দ্বিতীয় দিনে দ্বিতীয় দিনে আবারও একই ভুল করলেন স্পিনার অশ্বিন। এবার আর রক্ষা পেল না স্বাগতিকরা। ভারতকে ৫ রান জরিমানা করেন আম্পায়ার। একই সঙ্গে ইংলিশদের স্কোরবোর্ডে যোগ হয়েছে বিনা উইকেটে ৫ রান।
Ravi Ashwin got a warning for running down in the middle of the pitch, which resulted in five penalty runs for India. England will start with 5/0 This was the second warning for Team India.#INDvsENGTest pic.twitter.com/nR8JhzSuer — Shivam (@imshivam94) February 16, 2024
ভারতের প্রথম ইনিংসে সংগ্রহ করেছে ৪৪৫ রান। ইংল্যান্ড দল ৪৩৯ রান তুললেই ভারতের সমান রান গণনা হবে। অর্থাৎ স্বাগতিকদের সমান হতে ৫ রান কম করতে হবে ইংলিশদের।
পপিং ক্রিজের সমান্তরালে প্রায় ৫ ফুট বা ১.৫২ মিটারকে ধরা হয় সুরক্ষিত অঞ্চল। অনেক সময় ব্যাটাররা ইচ্ছে করে এই জায়গাটায় বুট মাড়িয়ে যান, যাতে পরে বল করার সময় পিচ কিছুটা ভাঙা থাকে।
আইসিসির ৪২.১৪ এর আইন অনুযায়ী, কোনো ব্যাটার বা ফিল্ডার পিচের ঠিক মাঝখান দিয়ে দৌড়োলে বা পিচের কোনো ধরনের ক্ষতিসাধনের চেষ্টা করলে বিপক্ষ দল ৫ রান পেনাল্টি পাবে। ব্যাটাররা পিচের সুরক্ষিত অঞ্চল দিয়ে দৌড়ালে তাকে সরিয়ে দিতে হবে। কিন্তু অশ্বিন-জাদেজার দৌড়ে তেমনটি দেখতে পাননি আম্পায়ার। যে কারণে ৫ রান পেনাল্টি পায় ইংলিশরা।
মন্তব্য করুন