বাংলাদেশের ফ্রাঞ্চাইজি ক্রিকেট লিগ (বিপিএল) ঘিরে সবসময়ই অভিযোগ যে এখানে বিদেশি তারকা কম। এমনিতেই বিপিএলে পাকিস্তানি ও শ্রীলঙ্কান ক্রিকেটার ছাড়া অন্যদের দেখা যায় না। পিএসএল শুরু হতে যাওয়ার কারণে ইতোমধ্যেই অনেক পাকিস্তানি ক্রিকেটার বাংলাদেশ ছেড়ে পাড়ি জমিয়েছে নিজের দেশে। তবে পাকিস্তার ক্রিকেটারদের অভাব পূরণ করতে বিদেশি ক্রিকেটাররা যুক্ত হতে যাচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলোতে।
আর বিদেশি ক্রিকেটারদের মধ্যে অন্যতম দক্ষিণ আফ্রিকার তারকা স্পিনার কেশব মহারাজকে দলে নিয়েছে ফরচুন বরিশাল। চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচ থেকেই তাকে পাওয়া যাওয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে দলটির মালিক মিজানুর রহমান।
এ ছাড়া দুয়েক একদিনের মধ্যেই বিপিএল মাতাতে আসবেন ক্যারিবিয়ান দুই ক্রিকেটার পেস বোলিং অলরাউন্ডার ওবায়েদ ম্যাকাই এবং ব্যাটিং অলরাউন্ডার কাইল মায়ার্স।
এদিকে আসরে ৭ ম্যাচ খেলে ফেলেছে বরিশাল। যেখানে ৩ জয়ের বিপরীতে ৪ ম্যাচে হেরেছে তামিম ইকবালের দল। ৬ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে আছে তারা।
মন্তব্য করুন