বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চার নম্বরে অবস্থান করছে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। টুর্নামেন্টে দারুণ ছন্দে থাকা খুলনা টাইগার্সের বিপক্ষে উড়ন্ত শুরুর পরও বড় সংগ্রহ গড়তে ব্যর্থ হয়েছে লিটন দাসের দল। মিডল অর্ডারের ব্যর্থতায় খুলনাকে ১৫০ রানের টার্গেট দিয়েছে কুমিল্লা।
বুধবার (৭ ফেব্রুয়ারি) মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ৭ উইকেট হারিয়ে ১৪৯ রান সংগ্রহ করেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। অধিনায়ক লিটন কুমার দাস সর্বোচ্চ ৪৬ রানের ইনিংস খেলেন।
খুলনার বিপক্ষে টস জিতে ব্যাটিং নেমে উড়ন্ত সূচনা পায় কুমিল্লা। উদ্বোধনী জুটিতে ৬৯ রান যোগ করেন লিটন কুমার দাস ও মোহাম্মদ রিজওয়ান। প্রথম থেকেই ব্যাট হাতে ঝড় তোলেন ভিক্টোরিয়ান্স অধিনায়ক। এবারের আসরে প্রথম ফিফটির কাছে গিয়ে আউট হন ডানহাতি এই ব্যাটার। ৩০ বলের ইনিংসে ২টি চার ও ৪টি ছক্কায় ৪৬ রানে সাজঘরে ফেরেন লিটন।
আরেক ওপেনার রিজওয়ান ২৮ বলের মোকাবিলায় ২১ রান করেন। কুমিল্লার ইংলিশ তারকা উইল জ্যাকসও নামের প্রতি সুবিচার করতে পারেননি। ২৭ বলের ইনিংসে ২টি চারের সাহায্যে ২২ রান করেন এই ব্যাটার। তাওহীদ হৃদয় ও খুশদিল শাহ ব্যাট হাতে ব্যর্থতার পরিচয় দেন। শেষ দিকে জাকের আলি অনিকের ব্যাটিং ঝড়ে ১৪৯ রানের লড়াকু সংগ্রহ পায় কুমিল্লা। অনিক ৮ বলে ১৮ রানের অপরাজিত ইনিংস খেলেন।
মন্তব্য করুন