চলমান বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে নেতৃত্ব দিচ্ছেন লিটন কুমার দাস। অধিনায়কের দায়িত্ব পালন করলেও ব্যাটে রানের দেখা পাচ্ছেন ডানহাতি ব্যাটার। প্রতিযোগিতায় পাঁচটি ম্যাচ খেললেও বড় ইনিংসের দেখা পাননি টাইগার ওপেনার। বিপিএলের ঢাকা পর্বে খুলনা টাইগার্সের মুখোমুখি হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এদিন রানে ফিরেছেন কুমিল্লার অধিনায়কও। চার-ছক্কার ফুলঝুড়ি ছুটিয়ে ফিফটির কাছে গিয়ে ৪৬ রানে সাজঘরে ফেরেন লিটন দাস।
চলমান আসরে আজকের ম্যাচসহ ৬টি ম্যাচ খেলেছেন লিটন। গত ৫ ম্যাচে ব্যাট হাতে চরমভাবে ব্যর্থ হন কুমিল্লা অধিনায়ক। যেখানে সর্বোচ্চ ইনিংসটি ছিল মাত্র ১৪ রানের। তাছাড়া শেষ তিন ইনিংসে দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি লিটন। আজ খুলনার বিপক্ষে আগের সর্বোচ্চ ইনিংস ছাড়িয়ে যান উইকেটকিপার ব্যাটার। ৩০ বলের মোকাবিলায় খেলেছেন ৪৬ রানের টর্নেডো ইনিংস। যেখানে ২ চার ও ৪ ছক্কা হাঁকান লিটন। নাসুম আহমেদের বলে সরাসরি বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফেরেন কুমিল্লার দলপতি।
মন্তব্য করুন