কক্সবাজারে বাংলাদেশ,পাকিস্তান ও শ্রীলঙ্কাকে নিয়ে আয়োজিত টি-টোয়েন্টি সিরিজের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। কক্সবাজারের এই ফাইনালে অবশ্য টস ভাগ্য ছিল না বাংলার নারীদের সঙ্গে। শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ নারী দল শুরুতে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে এবং বেশ ভালো শুরুও আদায় করে নিয়েছে তারা।
শুক্রবার (২ ফেব্রুয়ারি) কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ১২টায় শুরু হওয়া ম্যাচে বেশ শক্ত অবস্থানে সফরকারীরা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৫ ওভারে এক উইকেট হারিয়ে ১০৮ রান সংগ্রহ করেছে শ্রীলঙ্কা।
এর আগে অবশ্য গ্রুপ পর্বের ম্যাচে লঙ্কানদের হারিয়েছিল বাংলাদেশ। সেই ম্যাচে আগে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১১৪ রান সংগ্রহ করে বাংলাদেশ। যেখানে দলের হয়ে সর্বোচ্চ ৫০ রান করেন রাবেয়া। জবাবে খেলতে নেমে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১১৩ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা।
বাংলাদেশ নারী অনূর্ধ্ব-১৯ একাদশ-
সুমাইয়া আক্তার স্বর্ণা, আফিয়া আসমিয়া ইরা, আনিশা আক্তার সুবা, আরবিন তানি, হাবিবা ইসলাম পিংকি, জান্নাতুল মাওয়া, ইভা, নিশিতা আক্তার নিশি, রাবেয়া, উন্নতি আক্তার।
শ্রীলঙ্কা নারী অনূর্ধ্ব-১৯ একাদশ-
মানদি দুলানশা, আশানি কৌশালা, দেভিমি ভিহাঙ্গা, নেতমি পর্না, রাশমি নিতারাঞ্জলি, রাশমিকা শ্রীবান্দি, রিশমি সানজানা, সাশিনি গিমহানি, সুমুদু নিসানসালা, ভিশমি গুনারত্নে, ইয়শান্তি নিমান্তিকা।
মন্তব্য করুন