বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চলতি আসরে শেষ তিন ম্যাচ ধরে জয়হীন ফরচুন বরিশাল। নিজেদের পঞ্চম খেলায় আহমেদ শেহজাদ ও মাহমুদউল্লাহ রিয়াদের ঝোড়ো ফিফটিতে রানের পাহাড়ে গড়েছে তামিম ইকবালের দল। স্বাগতিক সিলেটকে ১৮৭ রানের বিশাল টার্গেট ছুড়ে দিয়েছে বরিশাল।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৬ রান সংগ্রহ করেছে ফরচুন বরিশাল। পাকিস্তানের সাবেক ওপেনার আহমেদ শেহজাদ ৪১ বলে ৬৬ রানের ইনিংস খেলেন।
টস হেরে ব্যাটিং দ্বিতীয় ওভারে বড় ধাক্কা খায় বরিশাল। ৮ বলে দুই রান করা অধিনায়ক তামিম ইকবালকে হারায় দলটি। দলীয় ৩৩ রানের মাথায় আবারও উইকেট হারায় বরিশাল। ১ রানে সাজঘরে ফিরে যান প্রীতম কুমার। অন্যপাশে রানের চাকা সচল রাখেন আহমেদ শেহজাদ। দলটির এই বিদেশি রিক্রুট মাত্র ৩০ বলে ফিফটির দেখা পান। সৌম্য সরকারকে সঙ্গে নিয়ে ৫০ রানের জুটি গড়েন তিনি।
সৌম্যকে ২০ রানে ফিরিয়ে এ জুটি ভাঙেন বেনি হাওয়েল। দলীয় ১০৮ রানে বিদায় নেন বরিশালের সর্বোচ্চ রান সংগ্রাহক শেহজাদও। ৪১ বলে ৯টি চার ও একটি ছয়ে ৬৬ রানের ইনিংস খেলেন পাকিস্থানি ব্যাটার। এবারও বোলারের নাম সেই হাওয়েল। দ্রুত ফিরে যান মুশফিকুর রহিমও। শেষে মাহমুদউলাহর ঝড়ো ইনিংসে লড়াকু সংগ্রহ পায় বরিশাল। মাত্র ২৩ বলে এ দিন হাফ সেঞ্চুরির দেখা পান এই ফিনিশার। শেষ পর্যন্ত ২৪ বলে সাতটি চার ও দুটি ছক্কায় ৫৪ রানে অপরাজিত ছিলেন তিনি। সঙ্গী মিরাজ অপরাজিত ছিলেন ৬ বলে ১৫ রান করে।
মন্তব্য করুন