ইংল্যান্ডের বিপক্ষে দেশের মাটিতে ভারতের টেস্ট সিরিজের দলে ছিলেন বিরাট কোহলি। তবে ব্যক্তিগত কারণ দেখিয়ে প্রথম দুটি ম্যাচ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন ভারতীয় সুপারস্টার। ডানহাতি ব্যাটারের পরিবর্তে স্কোয়াডে জায়গা পেয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু সতীর্থ রাজত পাতিদার।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) হায়দ্রাবাদের রাজিভ গান্ধী ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে ভারত-ইংল্যান্ড প্রথম টেস্ট। টিম ইন্ডিয়ার স্কোয়াডে সুযোগ পেলেও ম্যাচের একাদশে নিশ্চিত নন ৩০ বছর বয়সী রাজত পাতিদার।
কোহলির পরিবর্তে ভারতীয় দলে ফেরার আলোচনায় ছিলেন চেতেস্বর পূজারা ও অজিঙ্কা রাহানে। এমনকি প্রথমবারের মতো দলে ডাক পাওয়ার অপেক্ষায় ছিলেন দেশটির ঘরোয়া ক্রিকেটের পরীক্ষিত পারফর্মর সরফরাজ খানও। কিন্তু তাদের হতাশ করে পাতিদারকে স্কোয়াডে ভিড়িয়েছে অজিত আগারকারের নির্বাচক প্যানেল।
ভারতীয় ‘এ’ দলের হয়ে টেস্ট ক্রিকেটে স্বপ্নের ফর্মে আছেন পাতিদার। ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে প্রথম ম্যাচে সেঞ্চুরিতে ১১১ রান করেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তারকা। পরে ম্যাচেই আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ১৫১ রানের দুর্দান্ত ইনিংস খেলেন মধ্যপ্রদেশ তারকা।
ভারতের ঘরোয়া ক্রিকেটে পরিচিত এক নাম রাজত পাতিদার। প্রথম শ্রেণির ক্রিকেটে ৯৩ ইনিংসে ৪০০০ রানের মালিক ডানহাতি ব্যাটার। প্রায় ৪৬ গড়ের পাশাপাশি ১২টি সেঞ্চুরি হাঁকিয়েছেন ৩০ বছর বয়সী এই ব্যাটার। গত ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডেতে অভিষেক হয়েছে পাতিদারের।
ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের একাদশে জায়গা পেতে কঠোর প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে পাড়েন পাতিদার। কারণ কোহলির ৪ নম্বর পজিশনে রয়েছেন শ্রেয়াস আইয়ার ও শুভমান গিল। এ ছাড়া আছেন লোকেশ রাহুলের মতো খেলোয়াড়। তবে উইকেটকিপার হিসেবে ভারতের একাদশে দেখা যেতে পারে কেএস ভরত কিংবা অভিষেকের অপেক্ষায় থাকা ধ্রুব জুরেলকে।
মন্তব্য করুন