বিপিএলে দিনের প্রথম ম্যাচে সিলেট স্ট্রাইকার্সকে ৪ উইকেটে হারিয়েছে রংপুর রাইডার্স। দ্বিতীয় খেলায় মুশফিকুর রহিমের টানা দ্বিতীয় ফিফটিতে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ১৬২ রানের টার্গেট দিয়েছে ফরচুন বরিশাল।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬১ রান সংগ্রহ করেছে তামিম ইকবালের বরিশাল। সর্বোচ্চ ৬২ রানের ইনিংস খেলেন মুশফিক। টস হেরে বরিশালকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান লিটন দাস। ব্যাটিং করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি বরিশাল। প্রথম ওভারেই গোল্ডেন ডাকে সাজঘরে ফেরেন ওপেন করেতে নামা মেহেদী হাসান মিরাজ। দলীয় ৪৩ রানের মধ্যেই তামিম, প্রীতমসহ টপ অর্ডারের তিন ব্যাটারকে হারিয়ে ধুকতে থাকে বরিশাল। চতুর্থ উইকেটে ৬৬ রানের জুটি দারুণ এক পার্টনারশিপ গড়েন সৌম্য সরকার ও মুশফিকুর রহিম।
দলীয় ১০৯ রানে সৌম্যকে ৪২ রানে ফেরান মুস্তাফিজুর রহমান। ৪টি চার ও ২টি ছক্কা হাঁকান এই বাঁহাতি ব্যাটার। পাকিস্তানি অলরাউন্ডার শোয়েব মালিকও বেশিক্ষণ টিকতে পারেননি ক্রিজে। মাত্র ৪ রানে ষষ্ঠ ব্যাটার হিসেবে আউট হন মাহমুদউল্লাহ রিয়াদ। শেষ পর্যন্ত মুশফিকের দ্বিতীয় ফিফটিতে ১৬১ রানের লড়াকু সংগ্রহ পায় বরিশাল। ৪৪ বলে ৬টি চার ও ২টি ছয়ে ৬২ রানের ইনিংস খেলেন মুশফিক।
মন্তব্য করুন