আমার ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম কিছুই নাই : পাপন

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।ছবি : সংগৃহীত

বাংলাদেশের বর্তমান ক্রিকেটারদের প্রায় সবারই সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাকাউন্ট রয়েছে। সেসব প্লাটফর্মে ভক্তরা ইতিবাচক মন্তব্যের পাশাপাশি নেতিবাচক কথাবার্তাও বলে থাকে। এসব মানসিকভাবে প্রভাব ফেলে ক্রিকেটারদের। যদিও অনেকেই ব্যতিক্রম, এগুলো এড়িয়ে চলেন।

রোববার মিরপুরে ইংল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে ঐতিহাসিক সিরিজ জিতেছে বাংলাদেশ। ম্যাচের পর দলের নানা বিষয় নিয়ে কথা বলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। ফেসবুক-টুইটার প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম কিছু নাই।’

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
আমরা খুশি, সবাই খুশি : মিরাজ

বর্তমান ক্রিকেট দল প্রসঙ্গে পাপন বলেন, ‘এই দলের সাহস সম্পর্কে, ফেয়ারলেস ক্রিকেট এবং ফিল্ডিং নিয়ে আমার কখনো কোনো সন্দেহ ছিল না। গত বিশ্বকাপে আমি দেখে এসেছি। ওদের মোটিভেশন লেভেল আলাদা।’

তরুণ খেলোয়াড়দের নিয়ে তিনি বলেন, ‘আমার আত্মবিশ্বাস ছিল ওরা (তরুণ) ভালো করবে। তবে এত তাড়াতাড়ি ভালো করবে এবং ইংল্যান্ডের সঙ্গে টি-টোয়েন্টিতে জিতবে এটা আসলেই... সিরিজ জিতব ভাবিনি, জিততে পারি, কিন্তু সিরিজ ভাবিনি।’

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
ইংল্যান্ডকে হারিয়ে স্মরণীয় সিরিজ জয় বাংলাদেশের

তিনি আরও বলেন, ‘শুনেন, এখানে ব্যাপারটা হচ্ছে প্রত্যেকের কিছু বলার পেছনে কিছু কারণ থাকে। প্রথম কথা হচ্ছে আমার ফেসবুক নাই, টুইটার, ইনস্টাগ্রাম কিছু নাই। কাজেই আমি দেখি না। তবে মানুষের কাছে শুনি মাঝেমধ্যে। কথা হচ্ছে একটা পরিকল্পনা নিয়ে আগানো হচ্ছে এখন।’

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com