মিরপুরে গতকাল শুরু হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসর। তবে একই দিনে দক্ষিণ আফ্রিকায় শুরু হয়েছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। প্রতিযোগিতার দ্বিতীয় দিনে মাঠে নেমেছে সদ্য এশিয়া কাপ বিজয়ী বাংলাদেশের যুবারা। ভারতের যুবাদের বিপক্ষে টস জিতে বোলিং করছে জুনিয়র টাইগাররা।
শনিবার (২০ জানুয়ারি) ব্লুমফন্টেইনের মানগুয়ান ওভালে ভারত অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের বিপক্ষে ফিল্ডিং করছে বাংলাদেশ। দুপুর দুইটায় শুরু হয়েছে এশিয়ার দুই প্রতিদ্বন্দ্বীর লড়াই।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমেছে বাংলাদেশ। ভারতের বিপক্ষে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি। এশিয়া কাপের সেমিফাইনালের মতো ভারতকে হারিয়ে যুব বিশ্বকাপে শুভসূচনা করতে চান বাংলাদেশ অধিনায়ক রাব্বি।
বাংলাদেশ-ভারত ম্যাচ দেখবেন যেভাবে
বাংলাদেশ ও ভারতের মধ্যকার হাইভোল্টেজ লড়াইটি দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। স্টার স্পোর্টস-১ সরাসরি সম্প্রচার করছে দুদলের ম্যাচটি। এছাড়া ডিজনি প্লাস ও হটস্টারের অ্যাপ এবং ওয়েবসাইটে দেখা যাবে ম্যাচটি।
মন্তব্য করুন