কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও দুর্দান্ত ঢাকার ম্যাচ দিয়ে মাঠে গড়িয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। দেশীয় ক্রিকেটারদের পাশাপাশি বিদেশি খেলোয়াড়রাও অংশ নিয়েছে প্রতিযোগিতাটিতে। কিন্তু চলমান টুর্নামেন্টে বাগড়া দিয়ে বসেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বিপিএল খেলতে তিন তারকা ক্রিকেটার ফখর জামান, ইফতিখার আহমেদ ও মোহাম্মদ হারিসকে অনাপত্তিপত্র দেয়নি পিসিবি। ফখর জামান ফরচুন বরিশাল, ইফতিখার আহমেদ কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং মোহাম্মদ হারিস চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের সঙ্গে সরাসরি চুক্তিবদ্ধ হয়েছিলেন। কিন্তু পিসিবি অনাপত্তিপত্র না দেওয়ায় বিপিএলে তাদের অংশগ্রহণ নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে।
বাংলাদেশের পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতেও আজ শুরু হচ্ছে আইএল টি–টোয়েন্টি টুর্নামেন্ট। উভয় লিগের কথা বিবেচনায় রেখে ক্রিকেটারদের অনাপত্তিপত্র দিয়েছে পিসিবি। খেলোয়াড়সহ জড়িত সব পক্ষের সর্বোচ্চ স্বার্থকে প্রাধান্য দিয়েছে পিসিবি। তবে কোন কোন ক্রিকেটারকে কোন লিগের জন্য অনাপত্তিপত্র দিয়েছে পিসিবি তা জানা যায়নি।
পাকিস্তানের সংবাদমাধ্যম জিও সুপার জানিয়েছে, আসন্ন পিএসএল ও টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে নাসিম শাহ ও মোহাম্মদ হাসনাইনকে অনাপত্তিপত্র দেয়নি পিসিবি। ফখর, ইফতিখার, হারিস এবং সাইম আইয়ুবও অনাপত্তিপত্র পায়নি। কারণ হিসেবে সংবাদমাধ্যমটি জানিয়েছে, গত বছরের জুলাই থেকে দুটি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলেছেন তারা।
সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, সাবেক অধিনায়ক বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানদের বিপিএল খেলার অনুমতি দিয়েছে পিসিবি। নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজ শেষে রংপুর ও কুমিল্লায় যোগ দিবেন তারা।
পিসিবির মিডিয়া পরিচালক আলিয়া রাশিদ ডন নিউজকে জানিয়েছেন, ২০২৪-২৫ মৌসুম থেকে বছরে পিএসএলসহ তিনটি লিগে খেলার অনুমতি পাবেন ক্রিকেটাররা। কিন্তু সর্বশেষ চুক্তি গত নভেম্বরে হওয়ায় অনেক ক্রিকেটার আগেই ফ্র্যাঞ্চাইজির সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে যান।
মন্তব্য করুন