স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৪, ১২:১৩ পিএম
আপডেট : ০১ জানুয়ারি ২০২৪, ১২:২৮ পিএম
অনলাইন সংস্করণ

এবার ওয়ানডে ক্রিকেটকে বিদায় বললেন ওয়ার্নার

ডেভিড ওয়ার্নার। ছবি : সংগৃহীত
ডেভিড ওয়ার্নার। ছবি : সংগৃহীত

২০২৩ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগেই অস্ট্রেলিয়ার মারকুটে ওপেনার ডেভিড ওয়ার্নার জানিয়ে দিয়েছিলেন পাকিস্তানের বিপক্ষে হোম টেস্ট সিরিজ দিয়ে তিনি তার টেস্ট ক্যারিয়ারের ইতি টানবেন। সেই দিক থেকে একদিন পর শুরু হওয়া সিডনি টেস্টই হতে যাচ্ছে তার ক্যারিয়ারের শেষ টেস্ট। তবে তখন শোনা গিয়েছিল সাদা বলে আরও খেলবেন তিনি। তবে এবার নতুন বছরের প্রথম দিনে তিনি নিজেই জানালেন অন্য কথা। অজি এই ওপেনার টেস্টের পাশাপাশি ওয়ানডে ক্রিকেট থেকেও অবসর নিচ্ছেন।

সোমবার (১ জানুয়ারি) সিডনি টেস্টের আগে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে ওয়ার্নার ওয়ানডে থেকে বিদায় নেয়ার কথা নিশ্চিত করে বলেন, ‘আমি ওয়ানডে থেকেও অবসর নিচ্ছি। ভারতে বিশ্বকাপ জেতাটা একটি বড় অর্জন ছিল। ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানানোর ফলে আমি অন্য ফ্র্যাঞ্চাইজি লিগগুলো খেলতে পারব। আর আমার অবসরে অস্ট্রেলিয়াকে তরুণ ক্রিকেটাররা এগিয়ে নেবে।’

এর আগে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ফেব্রুয়ারিতে ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ থেকে নাম সরিয়ে নিয়েছিলেন ওয়ার্নার। এরপর থেকেই মূলত এই ফরম্যাটে তার আগ্রহ নিয়ে গুঞ্জন শুরু হয়েছিল। বলা হচ্ছিল, নিজেকে কেবল টি-টোয়েন্টি ক্রিকেটার হিসেবে দেখতে চান ৩৭ বছর বয়সী ওয়ার্নার। অবশেষে সেই গুঞ্জনই সত্য হলো।

আজকে অস্ট্রেলিয়ান এই ওপেনার, নিশ্চিত করেছেন সেই গুঞ্জনও। জানিয়েছেন, ওয়ানডেকে বিদায় বললেও তিনি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলা চালিয়ে যাবেন। সেই সঙ্গে বিশ্বের বিভিন্ন প্রান্তে খেলবেন ফ্র্যাঞ্চাইজ ক্রিকেটও।

২০০৯ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডেতে অভিষেক হয় ওয়ার্নারের। এরপর টানা ১৫ বছর অস্ট্রেলিয়ার হয়ে ইনিংস ওপেন করেছেন তিনি। জিতেছেন ২০১৫ এবং ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ। একদিনের ক্রিকেটে ১৬১ ম্যাচ খেলে ৩৩ অর্ধশতক ও ২২ শতকে ওয়ার্নারের রান ৬ হাজার ৯৩২।

তবে তিনি এই খবরও জানিয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) চাইলে ২০২৫ সালের চ্যাম্পিয়নস ট্রফিতে খেলবেন বলে জানিয়েছেন ওয়ার্নার। নয়তো ক্যারিয়ারের বাকি সময় আন্তর্জাতিক ও ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি নিয়েই ব্যস্ত থাকবেন। ২০২৫ সালে পাকিস্তানে হতে যাওয়া চ্যাম্পিয়নস ট্রফিতে যদি নাটকীয়ভাবে না ফেরেন, তাহলে ওয়ানডেতে ওয়ার্নারের সর্বশেষ ম্যাচ হয়ে থাকবে গত বছরের ১৯ নভেম্বর আহমেদাবাদের বিশ্বকাপ ফাইনাল। যে ফাইনালে ভারতকে হারিয়ে অস্ট্রেলিয়া জিতেছে নিজেদের ইতিহাসে ষষ্ঠ বিশ্বকাপ ট্রফি, ওয়ার্নার জিতেছেন দ্বিতীয়বার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ছাত্র রাজনীতি সংস্কার করবে প্রশাসন, রূপরেখা দেবে ছাত্র সংগঠন’

চন্দনাইশে কৃষিযন্ত্র প্রস্তুতকারক কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মুনতাহার গলায় ছিল রশি পেঁচানো, লাশ মিলল পুকুরে

রোবোটিক্স আরঅ্যান্ডডি ইঞ্জিনিয়ার নেবে ওয়ালটন 

টিভিতে আজ রোববার দেখা যাবে যেসব খেলা

আ.লীগের বিরুদ্ধে ঢাকা কলেজ ছাত্রদলের বিক্ষোভ

শহীদ নূর হোসেন দিবস আজ

ভেড়ামারায় আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ৩

হানিফ ফ্লাইওভারে চলন্ত ট্রাকে আগুন

১০ নভেম্বর : ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

১০

১০ নভেম্বর : আজকের নামাজের সময়সূচি

১১

রোববার ঢাকার যেসব এলাকায় মার্কেট বন্ধ

১২

শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে মির্জা ফখরুলের বাণী 

১৩

শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে তারেক রহমানের বাণী

১৪

গোপালগঞ্জ হবে বিএনপির উর্বর ভূমি : জয়নুল আবেদীন মেসবাহ

১৫

বাংলাদেশ-আফগানিস্তান দ্বিতীয় ওয়ানডে / জয়ের পরেও অধিনায়ক শান্তর মিশ্র প্রতিক্রিয়া

১৬

ব্র্যাক ইপিএল ক্রিকেট / ক্যাডেট, বিমানবাহিনী ও নৌবাহিনীর জয়

১৭

রিমান্ডে হঠাৎ অসুস্থ পলক, নেওয়া হলো হাসপাতালে

১৮

আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে ঢাকা কলেজ ছাত্রদলের বিক্ষোভ

১৯

'অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে দেশের কপালে দুঃখ আছে'

২০
X