ক্রিকেট অঙ্গনে বর্তমান সময়টা ভালো যাচ্ছে না জিম্বাবুয়ের। ওয়ানডে বিশ্বকাপের পর আসন্ন টি-টোয়ন্টি বিশ্বকাপ থেকেও ছিটকে গেছে আফ্রিকার দেশটি। এমন বাজে অবস্থার মধ্যেই মাদক সেবনের অভিযোগে জিম্বাবুয়ের ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছেন ওয়েসলি মাধেভেরে ও ব্রান্ডন মাভুতা।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) এক বিবৃতিতে মাধেভেরে ও মাভুতার নিষেধাজ্ঞার খবর জানিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি)। ‘বিনোদনমূলক মাদক’ গ্রহণ করার অভিযোগে তাদের নিষিদ্ধ করেছে দেশটির ক্রিকেট বোর্ড।
২৩ বছর বয়সী মাধেভেরে এবং মাভুতা দুজনই লেগস্পিন অলরাউন্ডার। এ ছাড়া দেশের মাটিতে সদ্য সমাপ্ত আয়ারল্যান্ড সিরিজের দলে ছিলেন তারা। মূলত ডোপিংবিরোধী নিয়ম লঙ্ঘনে অপরাধে নিষিদ্ধ হয়েছে এই দুই ক্রিকেটার। তবে দেশটির আদালতে শুনানি না হওয়া পর্যন্ত ক্রিকেট থেকে বিরত থাকবেন দুজনই।
জেডসি বিবৃতিতে জানিয়েছে, সম্প্রতি ইন-হাউস ডোপিং টেস্ট পরিচালনা করা হয়েছিল। যেখানে নির্ধারিত ওষুধের পরিবর্তে তাদের বিরুদ্ধে নিষিদ্ধ ওষুধ সেবনের অভিযোগ আনা হয়েছে।
মাধেভেরে জিম্বাবুয়ের অন্যতম উদীয়মান ক্রিকেটার। ২০২০ সালে সিলেটে বাংলাদেশের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় এই অলরাউন্ডারের। এখন পর্যন্ত দেশটির হয়ে ৬০ টি-টোয়েন্টি, ৩৬ ওয়ানডে ও ২ টেস্ট ম্যাচ খেলেছেন মাধেভেরে। অন্যদিকে মাভুতা জিম্বাবুয়ের জার্সিতে ৪ টেস্ট, ১০ ওয়ানডে ও ১২ টি-টোয়েন্টি খেলেছেন।
মন্তব্য করুন