ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৭তম আসরের নিলামে অদ্ভুত কাণ্ড ঘটিয়েছে বলিউড কুইন প্রীতি জিনতার পাঞ্জাব কিংস। শশাঙ্ক সিং নামের ৩২ বছর বয়সী ক্রিকেটারকে ভুল করে দলে নেয় ফ্রাঞ্চাইজিটি। তবে বিড নিশ্চিত হওয়ার পর দুই মালিক নেস ওয়াদিয়া ও প্রীতি জিনতা শশাঙ্ককে আবারও নিলামে ফিরিয়ে নতুন করে বিডের আহ্বান জানান।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুবাইয়ে অনুষ্ঠিত ২০২৪ আইপিএলের মিনি নিলামে ২০ লাখ রুপিতে যা বাংলাদেশি ২৬ লাখ ৩২ হাজার টাকায় শশাঙ্ক সিংকে কিনে নেয় পাঞ্জাব। বিড নিশ্চিত হওয়ার পর ফ্রাঞ্চাইজিটি ভুল করে অন্য খেলোয়াড়ের জায়গায় শশাঙ্ককে নেওয়ার কথা জানান।
নিলামের শেষ দিকে শশাঙ্ককে নিলামে তোলা হয়। তখন ৩২ বছর বয়সী ক্রিকেটারকে ডাকেন নিলাম পরিচালনাকারী মল্লিকা সাগর। সর্বনিম্ন ২০ লাখ রুপিতে শশাঙ্ককে বিড করে পঞ্জাব। এরপর পাঞ্জাবের মালিক প্রীতি জিন্তা ও নেস ওয়াদিয়া জানান, তারা ভুল ক্রিকেটার কিনে ফেলেছেন। শশাঙ্ককে কিনতে চাননি তারা।
পাঞ্জাব শশাঙ্ককে ফিরিয়ে নিয়ে নতুন বিডের আবেদন জানান। তবে নিজের সিদ্ধান্তে মল্লিকা সাগর অনড় থাকেন। তিনি জানান, একবার হাতুড়ির ঘা পড়ে যাওয়ায় নিলাম চূড়ান্ত হয়েছে। ক্রিকেটারকে কোনোভাবে ফেরানোর সুযোগ নেয়। তাছাড়া আইপিএলের নিলামে এমন নিয়ম না থাকায় প্রীতি জিনতার আবেদন খারিজ হয়ে যায়।
শশাঙ্ক সিংকে এভাবে কেনা নিয়ে আলোচনা-সমালোচনা লিপ্ত হয় সামাজিক যোগোযোগমাধ্যমে। সেখানে অনেকে বলছেন, এত বড় একটা আয়োজনে অংশ নেওয়ার আগে তাদের উচিত ছিল ভালো জেনেশুনে খেলোয়াড় কেনা। আবার অনেকে বলছেন, খেলোয়াড় কেনার পরে তার সম্পর্কে এভাবে কথা বলা মানে তাকে অপমান করা।
মন্তব্য করুন