অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের প্রথম সেমিফাইনালে ভারতের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টাইগার পেসার মারুফ মৃধার বোলিং তাণ্ডবে ১৮৮ রানে অলআউট হয়েছে ভারত যুবারা।
শুক্রবার (১৫ ডিসেম্বর) দুবাইয়ে আইসিসির একাডেমি মাঠে ফাইনালে খেলতে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের দরকার ১৮৯ রান। মারুফ মৃধার বোলিংয়ে ১৮৮ রানে গুটিয়ে যায় ভারত।
সেমিফাইনালে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ব্যাটিংয়ের শুরুতেই টাইগার পেসারদের সামনে দিশেহারা হয়ে যায় ভারতের টপঅর্ডার। ১৩ রানে বিদায় নেন ৩ ভারতীয় ব্যাটার। তিনটি উইকেটই শিকার করেন ১৭ বছর বয়সী মারুফ মৃধা। এরপর টিম ইন্ডিয়ার ওপর চড়াও হন ডানহাতি পেসার রাহানাদ দৌলা বর্ষন। শচীন দাস ও প্রীয়ংসু মালিয়ার উইকেট তুলে নেন তিনি। অভিনাশকে ফিরিয়ে ৬১ রানে ভারতের ৬ নম্বর উইকেট তুলে নেয় বাংলাদেশের যুবারা।
সপ্তম উইকেটের ৮৪ রানের পার্টনারশিপ গড়েন মুশির খান ও মুরুগান অভিষেক। তাদের জুটিতে প্রতিরোধ গড়ে তোলে ভারত যুবারা। দুজনেই ফিফটি তুলে আউট হন। ১৪৫ রানের মাথায় ৫০ রানে সাজঘরে ফিরে যান মুশির খান। সর্বোচ্চ ৬২ রান করা অভিষেককে ফেরান সেই মারুফ মৃধা। শেষ পর্যন্ত ১৮৮ রানে অলআউট হয় ভারত অনূর্ধ্ব-১৯ দল।
টাইগারদের বাঁহাতি পেসার মারুফ মৃধা ৪১ রানে ৪টি উইকেট শিকার করেন।
মন্তব্য করুন