আগামীকাল পার্থ স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে খেলতে নামছে অস্ট্রেলিয়া। তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানাতে স্লোগানসংবলিত জুতা পরে খেলতে চেয়েছিলেন অস্ট্রেলিয়ান ওপেনার উসমান খাজা। যেখানে লেখা ছিল, ‘স্বাধীনতা একটি মানবাধিকার, প্রতিটি জীবনের মূল্য সমান’। অনুশীলনের সময় স্লোগানসংবলিত জুতা পরেছিলেন অজি ওপেনার।
অনুশীলন করলেও স্লোগানসংবলিত জুতা পরে পাকিস্তানের বিপক্ষে টেস্টে মাঠে নামতে পারবেন না খাজা। কারণ আইসিসির নিয়মে বলা আছে, কোনো ধরনের অনুমতি ব্যতীত খেলোয়াড় ও ম্যাচ অফিসিয়ালরা বার্তা বা চিহ্নসংবলিত পোশাক-সরঞ্জাম ব্যবহার করতে পারবেন না।
জুতা পরে পার্থ টেস্টে নামতে পারবেন ওপেনার ওসমান খাজা। এ বিষয়টি সংবাদ সম্মেলনে নিশ্চিত করেছেন অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্স।
A spectacular goal from a direct corner kick Angel Di Maria pic.twitter.com/6zaMhZfwme — Indonesia Albiceleste (@ID_Albiceleste) December 13, 2023
সংবাদ সম্মেলনে কামিন্স আরও বলেন, ‘আমাদের দলের একটি শক্তিশালী দিক রয়েছে, যে দলের প্রত্যেকের নিজস্ব মতামত ও ভাবনা আছে। আজ ওসমানের সঙ্গে স্লোগানসংবলিত জুতার বিষয়ে কথা বলেছি। আমি মনে করি, এ বিষয় নিয়ে তার কোনো হইচই করার উদ্দেশ্য ছিল। কিন্তু আমরা তার পাশে আছি।’
‘দ্য অস্ট্রেলিয়ান’ এ ওসমান খাজা দাবি করেছিলেন, তিনি কোনো প্রতিবাদ করছেন না। শুধু মানবাধিকারের পক্ষে দাঁড়িয়েছেন। বাঁহাতি এই ওপেনার আরও দাবি করেছিলেন, তিনি আইসিসির কোনো নিয়মকে ভাঙছেন না। বরং তার এই বিষয়টি ক্রিকেট অস্ট্রেলিয়ার এলজিবিটি ও আদিবাসী সম্প্রদায়ের পাশে থাকার মতো।
মন্তব্য করুন