বৃষ্টির বাঁধায় ভারত-দক্ষিণ আফ্রিকার প্রথম টি-টোয়েন্টি পরিত্যক্ত হয়েছিল। বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় ম্যাচে ভারতকে ৫ উইকেটে হারিয়েছে প্রোটিয়ারা। ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব ও রিংকু সিংয়ের ঝোড়ো ইনিংসে ১৮০ রানের বড় সংগ্রহ গড়েও হারের স্বাদ পেয়েছে টিম ইন্ডিয়া। ডিএল মেথডে পাওয়া ১৫২ রানের লক্ষ্যমাত্রা ৭ বল হাতে রেখেই জিতে যায় স্বাগতিকরা।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) বৃষ্টিবিঘ্নিত ম্যাচে পোর্ট এলিজাবেথের সেন্ট জর্জ পাকে ১৯.৩ ওভারে ৭ উইকেটে ১৮০ রান সংগ্রহ করে ভারত। বৃষ্টির কারণে প্রোটিয়াদের সামনে লক্ষ্য দাঁড়ায় ১৫ ওভারে ১৫২ রান। জবাব দিতে নেমে ৫ উইকেট ও ৭ বল হাতে জয় তুলে নেয় স্বাগতিকরা।
১৫২ রানের লক্ষ্যমাত্রা তাড়া করত নেমে প্রথম দুই ওভারে ৩৮ রান তুলে নেয় দক্ষিণ আফ্রিকা। ম্যাথু ব্রিটজক ৭ বলে ১৬ রানে সাজঘরে ফেরেন। অধিনায়ক এইডেন মার্করাম ১৭ বলে ৩০ রানের ঝোড়ো ইনিংস খেলেন। ১০৮ রানের মাথায় ২৭ বলে ৪৯ রানে আউট হন ওপেনার রেজা। প্রোটিয়া ব্যাটারকে ফেরান চায়নাম্যান স্পিনার কুলদীপ যাদব। শেষ দিকে ডেভিড মিলারের ১৭, ত্রিস্টান স্টাবস ১৪ ও আন্দিলে ফেহলুখাওয়ার ১০ রানে ৭ বল হাতে রেখে জয় তুলে নেয় স্বাগতিকরা। এর আগে সেন্ট জর্জ পার্কে ব্যাটিং নেমে ৬ রানের মধ্যেই দুই ওপেনারকে হারায় ভারত। যশস্বী জয়সওয়ালকে শূন্য রানে মার্কো জেনসেন। পরের ওভারে শুভমান গিলকেও রানের খাতা খোলার আগেই ফেরত পাঠান লিজাড উইলিয়ামস। তৃতীয় উইকেটে দলের হাল ধরেন তিলক ভার্মা ও অধিনায়ক সূর্যকুমার যাদব। ৫৫ রানের জুটিতে ২৯ রানে আউট হন ভার্মা।
ভারত অধিনায়ককের সঙ্গে ঝোড়ো ৭০ রানের পার্টনারশিপ গড়েন রিংকু সিং। ৩৬ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৫৬ রানে বিদায় নেন সূর্য কুমার। তাবরিজ শামসিকে ছক্কা মারতে গিয়ে লং অফে ক্যাচ তুলে দেন এই ব্যাটার। অপরপ্রান্তে চলতে থাকে রিংকু শো। ক্যারিয়ারের প্রথম ফিফটতে ৬৮ রানে অপরাজিত থাকেন বাঁহাতি ব্যাটার। ৯টি চার ও ২টি ছক্কা হাঁকান রিংকু। প্রোটিয়াদের হয়ে ৩২ রানের বিনিময়ে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন জেরাল্ড কোয়েতজি।
৪ ওভারে ১৮ রানের বিনিময়ে এক উইকেট নিয়ে ম্যাচসেরা নির্বাচিত হন তাবরিজ শামসি।
মন্তব্য করুন